Mediclaim Policy: মেডিক্লেমের টাকা পাওয়ার চিন্তা দূর! গ্রাহকদের স্বস্তি দিতে বড় পরিকল্পনা কেন্দ্রের

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Big plan of Central Govt to pay Mediclaim Policy: বর্তমানে আমাদের দেশ উন্নতির শিখরে পৌঁছেছে সর্বদিক থেকে। শুধুমাত্র অর্থনৈতিক অবস্থা কিংবা সড়ক ব্যবস্থার উন্নতি নয় দেশের চিকিৎসা ব্যবস্থাতেও আনা হয়েছে আমূল পরিবর্তন। অতীতের মেডিক্লেম সংক্রান্ত নিয়ম (Mediclaim Policy) বর্তমানে আর কার্যকরী হবে না, এর পুরো সুবিধা পাবে সাধারণ মানুষ। নিশ্চয়ই জানতে চাইছেন কি সেই পরিবর্তন? চলুন দেরি না করে দেখে নিই চটজলদি।

Advertisements

ভবিষ্যতে আপনি যদি ২৪ ঘন্টার কম সময়ের জন্য কোন কারণে হাসপাতালে ভর্তি থাকেন তাহলে হেলথ ইনস্যুরেন্স কোম্পানিগুলো আপনাকে মেডিক্লেমের সুবিধা দিতে নাকচ করতে পারবেন না। সাধারণত একজন রুগী তখনই মেডিক্লেমের (Mediclaim Policy) সুবিধা পাবেন যখন তিনি ২৪ ঘন্টার বেশি হাসপাতালে ভর্তি থাকবেন অথবা তার কোনরকম অস্ত্রপ্রচার করা হবে। সেই নিয়মেরই পরিবর্তন আসতে চলেছে।

Advertisements

মোদি সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়টি ওপর আলোকপাত করেছে এবং ইনস্যুরেন্স রেগুলেটারি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে। এই ইনস্যুরেন্স রেগুলেটারি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া বা IRDAI বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা। উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য নিয়মেরও পরিবর্তন করা হচ্ছে। NCDRC এর সভাপতি মেডিক্লেমের (Mediclaim Policy) এই সুবিধা পাবার বিষয়টি নিয়ে যথেষ্ট পর্যালোচনা করেছেন। বর্তমানের উন্নত যুগে নিমিষের মধ্যেই চিকিৎসা ও অস্ত্রোপচার সম্পন্ন করা যায়। ২৪ ঘন্টার কম সময়ের জন্য মেডিক্লেমের সুবিধা (Mediclaim Policy) পাওয়া যেতো না। কিন্তু এই বিষয়গুলির উপর অবশ্যই বিমা কোম্পানিগুলোর নজর দেওয়া উচিত।

Advertisements

আরও পড়ুন ? How to claim insurance: কিভাবে ঝড় বৃষ্টিতে ক্ষতি হওয়া গাড়ির ইনস্যুরেন্স পাবেন

গ্রাহকদের মেডিক্লেম সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করবে আইআরডিএআই এবং আর্থিক পরিষেবা বিভাগ। বিগত বছরের আগস্ট মাসে ফিরোজপুরে একটি কনজিউমার কমিউশন এই যুগান্তকারী রায় দিয়েছিল। একটি বিমা কোম্পানি ২৪ ঘন্টার কম সময়ের জন্য হাসপাতালে ভর্তি থাকায় বীমা ক্লেইম বাতিল করেছিল। বিষয়টিকে কনজিউমার কমিশনের তরফে পরিষেবায় ঘাটতি বলে চিহ্নিত করা হয়।

হেলথ ইনস্যুরেন্স এর ব্যবসা রমরমিয়ে চলা শুরু করেছিল করোনা পরিস্থিতির পর থেকেই। কিন্তু সব থেকে বড় সমস্যা হল যদি কোন রোগী একদিনের জন্য হাসপাতালে ভর্তি হতো তাহলেও মেডিক্লেমের টাকা দাবি করতে পারছিলেন না। যার ফলে পকেট থেকে চলে যাচ্ছিল প্রচুর অর্থ। তাই কেন্দ্রীয় সরকার যদি এই নিয়মের পরিবর্তন ঘটায় তবেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে সাধারণ মধ্যবিত্ত শ্রেণি। নতুন বছরে এখন সেটাই দেখার অপেক্ষা।

Advertisements