Sister of Lord Rama: শুধু ভাই নয়, রামের ছিল দিদিও! রামায়ণেও মেলে না তথ্য, জানেনও না অধিকাংশরাই

Prosun Kanti Das

Published on:

Advertisements

Not only brother but also sister of Lord Rama is in Ramayana: পুরাণ কাহিনী মানেই হলো নানা চরিত্রের সম্ভার। আমাদের এই প্রাচীন দেশে আপনি বহু পুরাণের সন্ধান পাবেন। রামায়ণ এবং মহাভারত ভারতের দুটি সম্পদ। নানা চরিত্রের ঘনঘটা এখানে লক্ষ্য করা যায়। হিন্দু শাস্ত্র অনুযায়ী নারী চরিত্রের গুরুত্ব কিন্তু অপরিসীম। বিভিন্ন হিন্দু পুরাণে আমরা লক্ষ্য করে থাকবো বিভিন্ন রকম নারী চরিত্র, যারা সত্যি মহীয়সী। রামায়ণ এবং মহাভারতে বহু নারী চরিত্রের উল্লেখ রয়েছে। যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। রামায়ণে আমরা রামের গুরুত্ব বেশি দেখলেও বিভিন্ন নারী চরিত্র রয়েছে যেমন সীতা এবং দশরথের চার পত্নী ইত্যাদি। যারা রামায়ণ পাঠ করেছেন তারা শান্তা নামটির সঙ্গে হয়তো পরিচিত। রামায়ণের প্রথম দিকে এর উল্লেখ থাকলেও আমরা জানি না শান্তা (Sister of Lord Rama) কার সন্তান এবং তার আসল পরিচয় বা কি?

Advertisements

রামায়ণের শ্রীরামচন্দ্রকে বেশি গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তার চরিত্র, তার জীবন যাপন, শৈশব থেকে শুরু করে যৌবনকাল। এমনকি পিতাকে প্রতিশ্রুতি দিয়ে বনবাস যাওয়ার দুঃখজনক ঘটনাও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণে। এরপরে লঙ্কা জয় করে সে তাকে উদ্ধার করার কাহিনীও আমরা সবাই জানি। রামকে কেন্দ্র করে বহু চরিত্রের সমাগম নজরে পড়ে সবার। কিন্তু আপনারা কি জানেন রামের আদৌ কোন দিদি কিংবা বোন ছিল কিনা? রামায়ণে শান্তার (Sister of Lord Rama) বেশি উল্লেখ না থাকলেও তিনি হলেন রামের বড় দিদি।

Advertisements

আশা করি ছোট থেকে বড় সবারই রামায়ণ সম্পর্কে একটি ধারণা রয়েছে। রাজা দশরথ এবং তার তিন রাণী কৌশল্যা, সুমিত্রা এবং কৈকেয়ী সম্পর্কে আমরা জানতে পারি রামায়ণ পড়লে। রানী কৌশল্যার সন্তান হলেন শ্রীরামচন্দ্র। তবে এই কাহিনী অনেকেই জানেন না যে রামচন্দ্রের আগে কৌশল্যা জন্ম দিয়েছিল শান্তাকে (Sister of Lord Rama) । শান্তা চার ভাইয়ের মধ্যে সবথেকে বড়, কিন্তু রামায়নে তার বিশেষ উল্লেখ না থাকার পিছনে লুকিয়ে আছে বিশেষ কারণ।

Advertisements

আরও পড়ুন ? Ram Mandir Darshan: প্রতিদিন ৫০ হাজার পুণ্যার্থীদের বিনামূল্যে রাম মন্দির দর্শন! ব্যবস্থা নিচ্ছে রেল

এই প্রতিবেদনটি পড়লে আপনি আপনার অজানা উত্তরের সন্ধান পাবেন। দশরথের কন্যা শান্তা তার পরিবারের সঙ্গে বেশি দিন সময় কাটাতে পারেননি, তাই তার নাম সেভাবে উল্লেখ করা নেই রামায়ণে। কৌশল্যার বড় দিদি বর্ষিণী দীর্ঘদিন ছিলেন নিঃসন্তান। শান্তার (Sister of Lord Rama) জন্মগ্রহণের পর তিনি যখন কৌশল্যার সাথে দেখা করতে আসেন, শান্তাকে দেখে তিনি বলেন এমন সুন্দর মেয়েকে অবশ্যই দত্তক নেওয়া উচিত। দশরথ তাকে দত্তক নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সে প্রতিশ্রুতি সে পরবর্তীকালে পালন করে।

পুরাণ ঘাটলেই আমরা দেখতে পাবো যে, ঋষি শৃঙ্গীর সঙ্গে বিবাহ হয়েছিল দশরথ কন্যা শান্তার। এমনকি বর্তমানে তারা ভগবান হিসাবে পূজিত হন। জানেন কি ভারতের কোথায় আছে এদের মন্দির? যদি কখনো হিমাচল প্রদেশের কুল্লুতে যান তাহলে দেখতে পাবেন শৃঙ্গী ঋষির একটি মন্দির আছে এবং সেখানকার বাসিন্দারা ঋষি শৃঙ্গী ও রামের বোন শান্তার একসঙ্গে পূজা করে।

Advertisements