নিজস্ব প্রতিবেদন : চিনের তৈরি জিনিসপত্র (Chinese Product) যাতে ভারতে বিক্রি কমে তার জন্য কেন্দ্রের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। চীনের বিভিন্ন ধরনের জিনিসপত্র ভারতের বাজারে আটকানোর জন্য আমদানির ক্ষেত্রে কড়া ব্যবস্থা আগে থেকেই নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। তবে তারপরেও বিভিন্ন ফাঁকফোকর দিয়ে সেই সকল মালপত্র ঢুকে যাচ্ছে বাজারে। এমন পরিস্থিতিতে রীতিমত চিনা কিছু জিনিসপত্র বিক্রি (Chinese Product Sell) করার ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র।
চীনের তৈরি বিভিন্ন জিনিসপত্রের মধ্যে সবচেয়ে বেশি ভারতের বাজার দখল করে রয়েছে ইলেকট্রিকের। ভারতের ইলেকট্রিক বাজার যেভাবে চীনের তৈরি জিনিসপত্র দখল করে রয়েছে তার তুলনা হয়না। এমন ক্ষেত্রে বারবার অভিযান চালিয়েও বাজারে খারাপ মানের চীনা ইলেকট্রিক জিনিসপত্র বিক্রি বন্ধ করা যাচ্ছে না প্রশাসনের তরফ থেকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে এই মার্কেটে লাগাম টানার জন্য রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। এরই পরিপ্রেক্ষিতে এবার নড়েচড়ে বসলো মোদি সরকার।
এমন পরিস্থিতিতে কেন্দ্র সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দোকানদাররা খারাপ মানের কোন ইলেকট্রিক জিনিসপত্র বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। চীনা খারাপ ইলেকট্রিক জিনিসপত্র বিক্রি করা অবস্থায় ধরা পড়লে ওই ব্যবসায়ীর জেল এবং জরিমানা দুইই হতে পারে। জরিমানার পরিমাণ হতে পারে দু’লক্ষ টাকা পর্যন্ত। সুতরাং এবার ব্যবসায়ীদের এই বিষয়ে সদা সতর্ক থাকতে হবে।
সরকারের তরফ থেকে এই ধরনের জিনিসপত্র বিক্রিতে লাগাম টানার জন্য সুইচ-সকেট-আউটলেট এবং কেবল ট্রাঙ্কিং ইত্যাদির ক্ষেত্রে বাধ্যতামূলক মান থাকা জরুরী বলে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের নতুন নিয়ম অনুসারে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) চিহ্ন থাকতেই হবে। এই চিহ্ন না থাকলে সেই সকল পণ্য বিক্রি, সংরক্ষণ অথবা ক্রয় কোনটাই করা যাবে না।
এক্ষেত্রে কেন্দ্রের নতুন নিয়ম অনুসারে বাজারে ইলেকট্রিক জিনিসপত্র কিনতে যাওয়ার সময় গ্রাহকদেরও এইসব বিষয়ে চিন্তা করতে হবে এবং বিআইএস চিহ্ন দেখে তবেই ইলেকট্রিক জিনিসপত্র কিনতে হবে। বিআইএস চিহ্ন না থাকলে ধরে নিতে হবে ওই ইলেকট্রিক জিনিস কেন্দ্র সরকারের নির্ধারণ করে দেওয়া গুণগত মানের সমান নয়। এই জিনিস কেনা যেমন ঝুঁকিপূর্ণ ঠিক সেই রকমই আবার এই জিনিস যারা বিক্রি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।