নিজস্ব প্রতিবেদন : একসময় টিভি (TV) বহুমধ্যবিত্ত পরিবারগুলির কাছে স্বপ্নের এক বিনোদন যন্ত্র হয়ে থাকলেও তা এখন আর নয়। এখন বাড়িতে বাড়িতে অত্যাধুনিক সব টিভি ঢুকে গিয়েছে, আর এর সঙ্গে ঢুকে গিয়েছে কেবল কানেকশন থেকে শুরু করে D2H সহ বিভিন্ন ধরনের মাধ্যম, যাদের মাধ্যমে বিভিন্ন ধরনের চ্যানেল দেখা যায়। তবে এবার সিনেমা, সিরিয়াল, খেলা ইত্যাদি দেখার খরচ বাড়তে চলেছে। কত বাড়ছে চলুন দেখে নেওয়া যাক।
সিরিয়াল থেকে খেলা মোটামুটি ভাবে সমস্ত চ্যানেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন সংস্থা। এইসব সমস্যায় যেমন একদিকে রয়েছে জি নেটওয়ার্ক, ঠিক সেই রকমই রয়েছে সোনি। দাম বাড়ানোর বিষয়ে যে রেট এই মুহূর্তে সামনে এসেছে তাতে অনেকটাই খরচ বাড়বে বলেই মনে করা হচ্ছে। খরচ বৃদ্ধির পর চ্যানেলগুলির দাম যা দাঁড়াবে তাতে গ্রাহকদের পকেট থেকে বাড়তি অনেক টাকা খসবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
চ্যানেলের খরচ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যা জানা যাচ্ছে তাতে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত খরচ বাড়তে পারে। এক্ষেত্রে নেটওয়ার্ক ১৮ এর ভায়াকম ১৮ এবং ইন্ডিয়াকাস্ট তাদের চ্যানেলের দাম ২০ থেকে ২৫ শতাংশ বাড়িয়েছে। জি নেটওয়ার্কের তরফ থেকে ৯ থেকে ১০ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে। সোনি নেটওয়ার্কের তরফ থেকে দাম বৃদ্ধি করা হয়েছে ১০ থেকে ১১ শতাংশ। দাম বৃদ্ধি করার তালিকায় নেটওয়ার্ক ১৮ সবচেয়ে এগিয়ে রয়েছে।
আরও পড়ুন ? Health Scheme in West Bengal: চিকিৎসা খরচ নিয়ে আর চিন্তা থাকল না পঞ্চায়েত কর্মীদের! বড় ঘোষণা রাজ্যের
অন্যদিকে ডিজনি স্টার তাদের চ্যানেল প্রতি খরচ কত বৃদ্ধি করবে তা অবশ্য এখনো প্রকাশ করেনি। মনে করা হচ্ছে তাদের তরফ থেকেও দাম বৃদ্ধি করা হবে। চ্যানেল সংস্থাগুলির তরফ থেকে এমন দাম বৃদ্ধি করার পর গ্রাহকদের টিভি দেখার খরচ ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে কেবল অপারেটর এবং ডিটিএইচ অপারেটরদের তরফ থেকে।
চ্যানেল সংস্থাগুলির তরফ থেকে নতুন যে দাম বৃদ্ধি করার কথা বলা হয়েছে তা লাগু হবে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে। অন্যদিকে সংস্থাগুলির তরফ থেকে তাদের চ্যানেলের দাম বৃদ্ধি করার ক্ষেত্রে ট্রাই সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যাতে প্যাকেজের দাম এবং প্যাকেজের তালিকা সব প্রকাশ করা হয়। দাম বৃদ্ধির ক্ষেত্রে যেন গ্রাহকদের মধ্যে অসন্তোষ না থাকে সেই দিকেও কড়া নজরদারি চালানো হচ্ছে ট্রাইয়ের তরফ থেকে।