Know about List of Biggest Temple in World: রামলালার জন্মস্থল হল অযোধ্যা তাই সেই জায়গাটিকে বেছে নেওয়া হয়েছে তার মন্দির নির্মাণের জন্য। বহু প্রত্যাশিত এই মন্দিরটির উদ্বোধন হবে চলতি বছরের জানুয়ারি মাসের ২২ তারিখ। গোটা দেশ অপেক্ষা করে আছে সেই দিনটির জন্য। অযোধ্যায় রামনাদিয়া প্রথা অনুসারে শ্রী রামচন্দ্রের বাল্য রূপকে পূজা করা হবে। মন্দিরটি সম্পূর্ণ হলে এটি গোটা বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির হিসাবে গণ্য করা হবে। কিন্তু বিশ্বের বৃহত্তম মন্দিরের তালিকায় কোন কোন মন্দির স্থান পেয়েছে আসুন চটজলদি জেনে নিই (List of Biggest Temple in World)।
দেশবাসীর বহু কাঙ্খিত এই মন্দিরটির মানচিত্র তৈরি করা হয়েছিল আজ থেকে ৩৭ বছর আগে। আজকে যে মন্দিরটি দেশবাসীর সামনে আসতে চলেছে তার পরিকল্পনায় কিছু বদল ঘটানো হয়েছে। বহু জটিল সমস্যা পেরিয়ে বর্তমানে অযোধ্যায় নির্মিত হচ্ছে শ্রীরামচন্দ্রের মন্দির। গোটা দেশবাসীর কাছে এই এক গর্বের বিষয়। বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দিরটি দেখতে হয়েছে পরিকল্পনার থেকেও অনেক বেশি সুন্দর। ২৩৭ ফুট উঁচু এই মন্দির ৭১ একর জায়গা জুড়ে অবস্থান করবে। চলুন জেনে নিই তালিকায় আর কোন কোন মন্দিরের নাম আছে (List of Biggest Temple in World)।
হিন্দু মন্দিরগুলোর মধ্যে সবথেকে বৃহত্তম মন্দির রয়েছে কম্বোডিয়ায়। কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দির হলো বিশ্বের বৃহত্তম মন্দির। ২১৩ ফুট উঁচু এই মন্দিরটি অবস্থান করছে ৪০১ একর জায়গা জুড়ে। মেকং নদীর ধারে শিমরিপ শহরে অবস্থিত শ্রীবিষ্ণুর এই মন্দির বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির হিসাবে পরিচিত (List of Biggest Temple in World)। তালিকার দ্বিতীয় স্থানটি অধিকার করেছে তামিলনাড়ুর ত্রিচিতে অবস্থিত শ্রীরঙ্গনাথ মন্দির। এই বিষ্ণু মন্দির ১৫৫ একর জায়গা জুড়ে অবস্থিত।
আরও পড়ুন ? Ram Mandir Darshan: প্রতিদিন ৫০ হাজার পুণ্যার্থীদের বিনামূল্যে রাম মন্দির দর্শন! ব্যবস্থা নিচ্ছে রেল
বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দিরগুলোর তালিকার তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে ভারতেরই দুটো মন্দির (List of Biggest Temple in World)। দেশের রাজধানী দিল্লিতে অবস্থিত অক্ষরধাম মন্দির সৌন্দর্য এর দিক থেকে হার মানাবে যেকোন মন্দিরকে। এই মন্দিরটি আসলে স্বামীনারায়ণ সম্প্রদায়ের উপাসনাস্থল। এটি ৫৯.৩ একর জায়গা জুড়ে অবস্থিত। ভারতের রাজধানীর অন্যতম গর্ব হল এই মন্দিরটি। তামিলনাড়ুর থিল্লাই নটরাজ মন্দির হলো অন্যতম বৃহত্তম একটি শিব মন্দির। এটি আবার চিদাম্বরম মন্দির নামেও পরিচিত। এই শিব মন্দিরটি কিন্তু ৩৯ একর জায়গা জুড়ে অবস্থিত।
এ রাজ্যের অধিবাসীরা জানলে খুশি হবেন যে তালিকার পঞ্চম স্থানে রয়েছে অতি পরিচিত বেলুড় মঠ। এটি কলকাতায় হুগলি নদীর ধারে অবস্থিত এবং রাজ্যবাসীর সবথেকে গর্বের বিষয় হলো এই মন্দির বিশ্বের বৃহত্তম মন্দিরগুলির অন্যতম। বেলুড় মঠ ৩৯ একর জায়গা জুড়ে অবস্থিত, এই মন্দির আসলে স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ পরমহংসদেবের ভাবাধারকে এগিয়ে নিয়ে চলেছে। বৃহাদেশ্বর মন্দির তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে এবং এটি অবস্থিত তামিলনাড়ুর থানজাভুরে। এই শিব মন্দির ১০০০ বছরের পুরনো এবং প্রায় ২৫ একর জায়গা জুড়ে অবস্থিত। তালিকার সর্বশেষে নাম আছে আন্নামালাইয়ার মন্দিরটির। তামিলনাড়ুর থিরুভান্নামালাইয়ে অবস্থিত এই শিব মন্দির জনপ্রিয়তা অর্জন করেছে তার উঁচু স্তম্ভের জন্য। বৃহত্তম এই শিব মন্দিরটি প্রায় ২৪.৯ একর জায়গা জুড়ে অবস্থিত।