নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার মোহালিতে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে প্রথম T20 ম্যাচ অনুষ্ঠিত হয়। যে ম্যাচে অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) শূন্য রানে ফিরতে হয়। শুভমন গিলের ভুলের কারণে মাত্র দুটি বল খেলে শূন্য রানে রান আউট হন রোহিত। তবে এই ম্যাচে শূন্য রানে আউট হলেও রোহিত শর্মা (Rohit Sharma New Record) এমন একটি রেকর্ড গড়লেন যা, এর আগে কোন পুরুষ ক্রিকেটারদের ছিল না।
আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা ৪২৭ দিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরলেও তার প্রত্যাবর্তন রাজকীয় হয়নি। সবসময় যে প্রত্যাবর্তন রাজকীয় হয় তাও নয়। আফগানিস্তানের বিরুদ্ধে এবারের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রোহিত শর্মা শূন্য রানে আউট হয়ে ফিরলেও তিনি এবার যে রেকর্ড গড়লেন তা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোন পুরুষ ক্রিকেটারের নেই।
আসলে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া এবার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ১০০টি ম্যাচ জিতল। এমন রেকর্ড কোন পুরুষ ক্রিকেটারদের এযাবত ছিল না। নতুন এই রেকর্ড তৈরি করার ফলে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্য রানে ফিরলেও রোহিত শর্মার নাম উঠলো ইতিহাসের পাতায়। এর পাশাপাশি রোহিত শর্মার পিছনে যারা রয়েছেন তারা এখন অনেকটাই দূরে। যে কারণেই এই রেকর্ড এত সহজে ভাঙ্গাও মুশকিল রয়েছে অন্যান্য পুরুষ ক্রিকেটারদের।
আরও পড়ুন ? ICC Test Ranking: বাবরের অহঙ্কার ভেঙে দিলেন কোহলি! টেস্ট র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন রোহিতও
আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে এর আগে মহিলা ক্রিকেটাররা অবশ্য এই রেকর্ড গড়েছেন। ইংল্যান্ডের ড্যানি ওয়াট এর আগে ১১১টি টি-টোয়েন্টি ম্যাচ জিতে ছিলেন। একইভাবে এই রেকর্ড রয়েছে আরও একজন মহিলা ক্রিকেটারের আর তিনি হলেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি ম্যাচ জিতেছেন। তবে কোন পুরুষ ক্রিকেটারের এমন রেকর্ড ছিল না।
Rohit Sharma becomes the first player in the history to be part of the 100 wins in Men's T20I.
– Hitman created history. ? pic.twitter.com/A6XxS2fQWz
— Johns. (@CricCrazyJohns) January 11, 2024
রোহিত শর্মার পরে শোয়েব মালিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৬ টি ম্যাচ জিতেছেন। তিনি ক্রিকেট থেকে অবসর নেওয়া একজন খেলোয়াড়। বিরাট কোহলির নেতৃত্বে ৭৩ টি টোয়েন্টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। মহম্মদ হাফিজ এবং মহম্মদ নবি দুজনেই ৭০ টি করে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ জিতেছেন। সুতরাং রোহিত শর্মা যেমন নতুন রেকর্ড তৈরি করলেন ঠিক সেই রকমই তার রেকর্ড এতটাই শক্তপোক্ত তৈরি হলো যে তা ভাঙ্গা এখনই সম্ভব নয়।