This bank is offering more than 4% Interest Rate on Savings Account: সাধারণ মানুষদের জন্য দারুণ খবর। এবার থেকে হু হু করে বাড়বে সেভিংস অ্যাকাউন্টে জমানো অর্থ। ২.৭% নয়, পাওয়া যাবে ৮% সুদ। হ্যাঁ, ভারতবর্ষের বেশ কিছু ব্যাঙ্কে গ্রাহকরা সেভিংস অ্যাকাউন্টে জমানো অর্থে পাবে চড়া সুদ। প্রায় ৭-৮ শতাংশ। সঞ্চয় অর্থের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে? তাহলে বিনিয়োগ করতে পারেন এই ব্যাঙ্কগুলিতে। তবে এই চড়া সুদ পেতে মানতে হবে বেশ কিছু শর্ত। তাই আসুন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে চড়া সুদ (Savings Account Interest Rate) দেওয়া ব্যাঙ্কগুলির নাম এবং শর্ত জেনে নেওয়া যাক।
ESAF স্মল ফিনান্স ব্যাঙ্ক
ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে চড়া সুদ দেওয়া ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম হলো এই ব্যাঙ্ক। যে ব্যাঙ্কে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে (Savings Account Interest Rate) অর্থের উপর দেওয়া হয় ৭.৫% সুদ। ২০২৩ সালের নভেম্বরের শেষ থেকেই চালু হয়ে গিয়েছে এই নিয়ম। তবে শর্ত অনুযায়ী গ্রাহকদের অ্যাকাউন্টে থাকতে হবে ৫ লাখের বেশি টাকা। তবেই সেই গ্রাহক এই সুবিধা পাবে।
সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক
গত বছরের ১৩ নভেম্বর থেকে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কেও চালু হয়েছে সেভিংসে চড়া সুদ দেওয়ার নিয়ম। তবে সব সেভিংস অ্যাকাউন্টে নয়। শর্ত রয়েছে যেসব সেভিংস অ্যাকাউন্টে ১০ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত রাখবে সেই অ্যাকাউন্টগুলিতেই এই চড়া সুদ প্রদান করা হবে। এই সংস্থা ৮ শতাংশ নয়, এই অর্থের উপর প্রদান করে ৭.৫% সুদ।
আরও পড়ুন ? Bank Offer: সব ব্যাঙ্কের সব রেকর্ড ভেঙে দিল এই ব্যাঙ্ক! FD-তে একবছরে দিচ্ছে ৯% রিটার্ন
AU স্মল ফিনান্স
ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে সুদ (Savings Account Interest Rate) বৃদ্ধি ব্যাঙ্কগুলির তালিকায় রয়েছে AU স্মল ফিনান্স ব্যাঙ্ক। এই প্রতিষ্ঠানে ৭.২৫ ও ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে এই দুই সুদের হার ব্যাঙ্ক তরফে ঘোষণা করা হয়, গত বছরের ১১ সেপ্টেম্বর এবং ১ ডিসেম্বর দুটি তারিখে। তবে এই ব্যাঙ্কের সকল গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে কিন্তু এই সুদ দেওয়া হয় না। তার জন্য রয়েছে শর্ত। এই প্রতিষ্ঠান শর্ত রেখেছে যেসব সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্স ২ কোটি থেকে ৫ কোটির নিম্নে থাকবে তারা পাবে ৭.২৫% সুদ। অপরদিকে ৭.৫ শতাংশ সুদ দেওয়া হবে যাদের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে ২৫ লাখ থেকে ১০ কোটি টাকার মধ্যে।
IDFC ফার্স্ট ব্যাঙ্ক
২০২৩ সালের ১ অক্টোবর থেকে সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে পরিবর্তন এনেছে IDFC ফার্স্ট ব্যাঙ্ক। গ্রাহকদের জন্য সেভিংস অ্যাকাউন্টের সুদ বৃদ্ধি করেছে ৭ শতাংশ। তবে শর্ত রয়েছে সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে ৫ লাখ থেকে ২৫ কোটি টাকার নিচে। তবে এই সেভিংস অঅ্যাকাউন্টের সুদের সুবিধা পাবে গ্রাহকরা।
DCB ব্যাঙ্ক
সেভিংস অ্যাকাউন্টের চড়া সুদ দেওয়া ব্যাঙ্কগুলির তালিকার থাকা অন্যতম ব্যাঙ্ক হল DCB ব্যাঙ্ক। যে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে (Savings Account Interest Rate) দেওয়া হচ্ছে সব থেকে বেশি পরিমাণ সুদ। এই ব্যাঙ্কের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে সুদ দেওয়া হচ্ছে ৮ শতাংশ। গত বছরের ২৭ সেপ্টেম্বর থেকে এই নতুন সুদের হার চালু করেছে এই সংস্থা। মূলত এই ব্যাঙ্কের যেসব গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ১০ লাখ থেকে ২ কোটি টাকার কম ব্যালেন্স রয়েছে তাদের দেওয়া হচ্ছে ৮ শতাংশ সুদ। অপরদিকে যাদের ১০ কোটি থেকে ২০০ কোটি টাকার কম রয়েছে তাদের সুদের হার একটু কমিয়ে দেওয়া হচ্ছে ৭.৭৫ শতাংশ।