PM Kisan Yojana News: কৃষকদের জন্য সুখবর! ‘এত’ টাকা বাড়তে পারে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের কৃষকরা (Farmers) হলেন দেশের সবচেয়ে বড় সম্পদ। কেননা এই কৃষকদের দিনরাত পরিশ্রমের ফলেই আমরা সাধারণ নাগরিকরা দুবেলা দুমুঠো অন্ন পেটে দিতে পারি। তবে এত পরিশ্রম করা সত্ত্বেও কৃষকরা বার বার বঞ্চিত হন, শস্যের সঠিক দাম না পাওয়া থেকে শুরু করে নানান ধরনের অভিযোগ ওঠে। তবে কেন্দ্রের (Central Government) তরফ থেকে কৃষকদের জন্য অনেক সুবিধাও তুলে দেওয়া হয়।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে কৃষকদের সহযোগিতার জন্য বছরভড় নানান ধরনের প্রকল্প চালু করা হয়ে থাকে। কখনো তাদের কম দামে চাষের আসবাবপত্র, কখনো আবার আর্থিক সাহায্য ইত্যাদি তুলে দেওয়া হয়। তবে কেন্দ্র সরকারের যেসব প্রকল্প রয়েছে কৃষকদের জন্য সেইসব প্রকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনা (PM Kisan Yojana)। কেননা এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের হাতে সরাসরি অর্থ প্রদান করা হয়।

Advertisements

এবার দেশের সেই সকল কৃষকদের জন্য সুখবর, যারা কেন্দ্র সরকারের এই প্রকল্পের আওতায় রয়েছেন। কেননা এই প্রকল্পের টাকা এবার বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বছরে তিনবার তিন কিস্তিতে টাকা প্রদান করা হয়। এক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পের কিস্তির টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে।

Advertisements

আরও পড়ুন ? চাষীদের রোজগার হবে নিশ্চিত, দূর হবে চিন্তা! কেন্দ্র নিয়ে এলো নতুন প্রকল্প

প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনা প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে ৬ হাজার টাকা তুলে দেওয়া হয়। তবে এই টাকা এবার বৃদ্ধি করে ৮ হাজার টাকা করা হতে পারে এমনই জানা যাচ্ছে। কেন্দ্র সরকারের তরফ থেকে ইতিমধ্যেই এই বিষয়ে পরিকল্পনা গ্রহণ করছে বলেও সূত্রের খবর। এক্ষেত্রে কিভাবে প্রকল্পে ২০০০ টাকা বৃদ্ধি করা হবে তা অবশ্য এখনো জানা যায়নি।

যেহেতু ২০০০ টাকা বৃদ্ধি করার বিষয়ে পরিকল্পনা চলছে বলে সূত্রের খবর, তাই বিশেষজ্ঞ মহলের অনেককেই মনে করছেন, এমনটা যদি হয় তাহলে কেন্দ্র সরকারের তরফ থেকে হয়তো চাষীদের কিস্তির সংখ্যা বৃদ্ধি করা হতে পারে। এক্ষেত্রে যেখানে বছরে এখন তিনটি কিস্তি দেওয়া হয় সেই জায়গায় আগামী দিনে ৪টি কিস্তি দেওয়া হতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্র সরকারের এমন পরিকল্পনার ঘোষণা লোকসভা নির্বাচনের আগেই হয়ে যেতে পারে।

Advertisements