Purulia Tour: দার্জিলিং-সিকিম অতীত! ঘুরে আসুন তাপমাত্রায় উত্তরবঙ্গকে পাল্লা দেওয়া পুরুলিয়ার এইসব জায়গা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শীতের মরশুমে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের তাপমাত্রা এতটাই নেমে যায় যে শীতের আমেজ পেতে পর্যটকরা ছুটে যান দার্জিলিং সহ বিভিন্ন জায়গায়। একইভাবে পর্যটকরা ছুটে যান পশ্চিমবঙ্গের পড়শী রাজ্য সিকিমে। তবে এবার তাপমাত্রায় এইসব জায়গাকে রীতিমত টেক্কা দিয়েছে পুরুলিয়া। টানা তিন দিন ঠাণ্ডার নিরিখে দার্জিলিং সহ সিকিমের বিভিন্ন জায়গার সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে পুরুলিয়ার। যে কারণে উত্তরবঙ্গের মতো শীতের আমেজ পেতে অনেকেই ছুটছেন পুরুলিয়া (Purulia Tour)।

Advertisements

এখন যে সকল পর্যটকরা পুরুলিয়া ঘুরতে যেতে চান তাদের অনেকের মধ্যেই প্রশ্ন, কিভাবে যাওয়া যাবে পুরুলিয়া? পুরুলিয়া ঘুরতে গেলেও সেখানে কোন কোন জায়গা ঘুরতে গিয়ে মন ভরে যাবে? সেইসব উত্তর নিয়ে আমরা আজ হাজির এই প্রতিবেদনে। পুরুলিয়া যাওয়ার জন্য পর্যটকদের গাড়ি, ট্রেন অথবা বাস তিন রকমই ব্যবস্থা রয়েছে। তিন রকমের যানবাহনে যাতায়াতের ক্ষেত্রে আলাদা আলাদা খরচ হয়।

Advertisements

খরচের প্রসঙ্গ আসতেই বলা যায়, এখানে কিন্তু হোটেল খরচ অনেক কম। পুরুলিয়া শহরে হোটেল অথবা রিসোর্টে থাকার ক্ষেত্রে নন এসি রুমের ভাড়া এক হাজার টাকার কম পড়ে, আর যারা এসি রুম ভাড়া নিয়ে থাকতে চান তাদের খরচ পড়ে এক হাজার টাকার বেশি। অনেকেই রয়েছেন যারা অযোধ্যা পাহাড়ের কাছে থাকতে পছন্দ করেন। তাদের ক্ষেত্রে থাকা খাওয়ার খরচ কিছুটা হলেও বেশি হয়।

Advertisements

আরও পড়ুন ? Lakshadweep Tour Packages offer: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়! লাক্ষাদ্বীপ ভ্রমণে বড় অফার নিয়ে হাজির এই সংস্থা

যে সকল পর্যটকরা পুরুলিয়া ঘুরতে যান তাদের কাছে সবচেয়ে আকর্ষণের জায়গা হল অযোধ্যা পাহাড়। পুরুলিয়া শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে রয়েছে এই অযোধ্যা পাহাড়টি। যেখানে পুরুলিয়া শহর থেকে পৌঁছাতে আনুমানিক দেড় ঘন্টা সময় লাগে। এই পাহাড়ের হিলটপে উঠে চারদিকের দৃশ্য উপভোগ করা যেকোনো পর্যটকের মন ভরিয়ে দেয়।

পুরুলিয়া মানে অনেকে জানেন অযোধ্যা পাহাড়। তবে এর পাশাপাশি ছাড়াও রয়েছে আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখার জন্য। এক্ষেত্রে ময়ূর পাহাড় কোনভাবেই মিস করা যাবে না। এখানে রয়েছে প্রাচীন যোগিনী পাহাড়। এই সকল জায়গা ঘুরতে ঘুরতেই আবার রাস্তায় পড়ে মার্বেল লেক। মনোমুগ্ধকর এই লেকের চারদিক পাথরে ঘেরা। পাহাড়, লেক দেখার পাশাপাশি পুরুলিয়ায় রয়েছে বামনি ফলস ও তুর্গা ফলস। এছাড়াও যে সকল জায়গাগুলি পর্যটকদের মন কেড়ে থাকে সেগুলি হল চড়িদা মুখোশ গ্রাম, লহরিয়া ড্যাম, লহরিয়া শিব মন্দির, লোয়ার ড্যাম, আপার ড্যাম, মুরুগুমা ড্যাম, মুরুগুমা লেক ও মুরুগুমা সুইসাইড পয়েন্ট, জয়চন্ডী পাহাড়, জয়চন্ডী মন্দির, গড়পঞ্চকোট ইত্যাদি।

Advertisements