নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও (Jio) বছরের বিভিন্ন সময় তাদের গ্রাহকদের নতুন নতুন অফার দিয়ে থাকে। নতুন বছর হোক অথবা স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস, বিভিন্ন সময় তাদের তরফ থেকে নতুন নতুন অফার দেওয়ার ফলে তারা প্রতিনিয়ত গ্রাহকদের মন জয় করে চলেছেন। এবার অফারের সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রজাতন্ত্র দিবসের আগেই ধামাকা অফারের ঘোষণা করে দিল আম্বানির এই টেলিকম সংস্থা। সংস্থার তরফ থেকে এই অফারের নাম দেওয়া হয়েছে Jio Republic Day Offer।
জিওর তরফ থেকে রিপাবলিক ডে অফারে যা ঘোষণা করেছে তাতে একজন গ্রাহক এক বছরের রিচার্জ করে পুরো টাকায় উসুল করে নিতে পারবেন। এমন অফার সচরাচর পাওয়া যায় না বললেই চলে। তাদের তরফ থেকে ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানের উপর এমন অফার দেওয়া হচ্ছে। এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা এক বছরের জন্য ভ্যালিডিটি পান এবং প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা দেওয়া হয়। এছাড়াও রয়েছে আনলিমিটেড কল, এসএমএস সুবিধা সহ অন্যান্য সুবিধা।
এখন দেখে নেওয়া যাক কিভাবে গ্রাহকরা ২৯৯৯ টাকা রিচার্জ করে পুরোটাই উসুল করে নিতে পারবেন। সংস্থার তরফ থেকে এই অফার চালু করা হয়েছে গত ১৫ জানুয়ারি ২০২৪ থেকে। অফারটি চলবে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত। গ্রাহকরা রিপাবলিক ডে অফারের আওতায় এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলেই বিভিন্ন ধরনের কুপন এবং কেনাকাটার উপর ছাড় পাবেন। যে সমস্ত টাকার হিসাব করলে ২৯৯৯ টাকাকেও ছাড়িয়ে যাচ্ছে।
আরও পড়ুন ? Jio Recharge Plan: প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড 5G, অনেকেই জানেন না জিওর এই সস্তার প্ল্যান
১) ১২৫ টাকা মূল্যের দুটি সুইগি কুপন দেওয়া হচ্ছে। ২৯৯ টাকা বা তার বেশি অর্ডারের উপর এই কুপন ব্যবহার করা যাবে। অর্থাৎ সুইগি থেকে খাবার অর্ডার করার সময় ২৫০ টাকা ছাড় পাওয়া যাবে।
২) ফ্লাইটের টিকিট বুকিং করার ক্ষেত্রে ১৫০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার কথা বলা হয়েছে কুপনের মাধ্যমে। Ixigo থেকে বুকিং করার ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে।
৩) Ajio থেকে কেনাকাটার সময় ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে যদি গ্রাহকরা নির্দিষ্ট করে দেওয়া কিছু জিনিস ক্রয় করেন এবং তাদের দাম ২ হাজার ৪৯৯ টাকা বা তার বেশি হয়।
৪) Tira থেকে কেনাকাটার উপর ৩০% ছাড় দেওয়া হচ্ছে। গ্রাহকদের এমন ছাড় পেতে হলে ন্যূনতম ৯৯৯ টাকার জিনিস কিনতে হবে এবং সর্বোচ্চ ছাড় পাওয়া যাবে এক হাজার টাকা।
৫) রিলায়েন্স ডিজিটাল থেকে যদি গ্রাহকরা ন্যূনতম ৫০০০ টাকার জিনিস কেনেন তাহলে নির্দিষ্ট করে দেওয়া কিছু প্রোডাক্টের ওপর ১০% ছাড় দেওয়া হচ্ছে। এক্ষেত্রে গ্রাহকরা ১০০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।