নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে ১১০ কোটির বেশি মোবাইল গ্রাহক রয়েছেন। এত সংখ্যক মোবাইল গ্রাহক বিশ্বের অন্যান্য খুব কম দেশেই দেখা যায়। তবে এত বড় মার্কেটে কেবলমাত্র চারটি টেলিকম সংস্থা ব্যবসা চালাচ্ছে। এই চারটি টেলিকম সংস্থার মধ্যে আবার বড় অংশ দখল করে রয়েছে Jio ও Airtel, ছিটেফোঁটা অংশ রয়েছে BSNL ও Vi এর দখলে।
এই মুহূর্তে ট্রাইয়ের তরফ থেকে যে পরিসংখ্যান পাওয়া যায় তা থেকে জানা যাচ্ছে, ৪৫ কোটির বেশি গ্রাহক রয়েছে জিওর, যেখানে ৩৭ কোটির কিছু বেশি গ্রাহক রয়েছে এয়ারটেলের। আবার ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা রয়েছে ২২ কোটির কিছু বেশি, অন্যদিকে BSNL এর গ্রাহক সংখ্যা রয়েছে মাত্র ৯.৫ কোটি। তবে এমন পরিস্থিতিতে এবার বিএসএনএল তাদের গ্রাহকদের জন্য এমন একটি অফার আনল যাতে রীতিমতো ঘুম উড়ে যাবে জিও সহ অন্যান্য টেলিকম সংস্থাগুলির।
বিএসএনএল সম্প্রতি যে রিচার্জ প্ল্যানটি এনেছে তাতে প্রতিদিন ২ জিবি করে হাই স্পিড ডেটা দেওয়া হচ্ছে। এই রিচার্জ প্ল্যান যে সকল গ্রাহকরা রিচার্জ করবেন তারা প্রতিদিনের দু’জিবি ডেটার কোটা শেষ হয়ে গেলেও ৪০ কেবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হলো সংস্থার তরফ থেকে এই রিচার্জ প্ল্যানের সঙ্গে ভ্যালিডিটি দেওয়া হচ্ছে পুরো ৬০ দিনের অর্থাৎ দু’মাসের।
তবে এই রিচার্জ প্ল্যানের সঙ্গে গ্রাহকরা আর অন্য কোন সুবিধা পাবেন না। অর্থাৎ এই রিচার্জ প্ল্যানটি কেবলমাত্র ডেটা পরিষেবা দেওয়ার জন্যই লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যেই এই পরিষেবা পশ্চিমবঙ্গ সার্কেল সহ দেশের বিভিন্ন সার্কেলের জন্য চালু করে দেওয়া হয়েছে। সংস্থা সূত্রে জানা যাচ্ছে, অন্যান্য যে সকল সার্কেল রয়েছে সেগুলিতেও এই পরিষেবা খুব তাড়াতাড়ি চালু করে দেওয়া হবে।
তবে শুধু ২৮৮ টাকার রিচার্জ প্ল্যান নয়, এর পাশাপাশি সংস্থার তরফ থেকে আরও একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে যেটিও ঘুম উড়িয়ে দিতে পারে অন্যান্য টেলিকম সংস্থার। সেই রিচার্জ প্ল্যানটি হল ৯১ টাকার। ৯১ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ৯০ দিন অর্থাৎ তিন মাসের ভ্যালিডিটি পাবেন। এই রিচার্জ প্ল্যানের সঙ্গে কোন আনলিমিটেড অফার দেওয়া না হলেও গ্রাহকরা মাত্র ১৫ পয়সা প্রতি মিনিট হিসাবে দেশের যে কোন নম্বরে কল করতে পারবেন, এক পয়সা প্রতি এমবি হিসাবে ইন্টারনেট এবং ২৫ পয়সা প্রতি এসএমএস হিসেবে এসএমএস করতে পারবেন।