নিজস্ব প্রতিবেদন : অনেক যুগলদের দেখা যায় বিয়ের আগেই তাদের ম্যারেজ রেজিস্ট্রি (Marriage Registry) সেরে ফেলতে, আবার অনেকেই রয়েছেন যারা বিয়ের পরে এই গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলেন। তবে এতদিন পর্যন্ত এই কাজটি করার জন্য ছুটে যেতে হতো নিকটবর্তী রেজিস্ট্রি অফিসে। কিন্তু এবার সেই দৌড়াদৌড়ির দিন শেষ। এবার অনলাইনেই সেরে ফেলা যাবে ম্যারেজ রেজিস্ট্রি (Online Marriage Registry)।
অনলাইনে ম্যারেজ রেজিস্ট্রির আবেদন জানানোর জন্য প্রথমেই যুগলদের গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি নিজের কাছে রাখতে হবে। সেই সকল গুরুত্বপূর্ণ নথির মধ্যে হল আধার কার্ডের প্রতিলিপি অথবা প্যান কার্ড সহ অন্যান্য ডকুমেন্টের প্রতিলিপি। হাতের কাছে রাখতে হবে উভয়ের পাসপোর্ট সাইজের ছবি। এছাড়াও যদি পাওয়া যায় তাহলে বিয়ের সময় সাক্ষীদের শংসাপত্র। এখন দেখে নেওয়া যাক কিভাবে অনলাইনে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটের জন্য আবেদন জানানো যায়।
ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন জানাতে হবে https://rgmwb.gov.in/MARREG_Portal/MARREG_Home.aspx ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যাবে Register Your Marriage নামে একটি অপশন রয়েছে। সেখানে ক্লিক করার পর একটি নতুন পেজ খুলবে এবং সেই পেজের ঠিক উপরেই থাকবে Click Here to Apply Online অপশন। যেখানে ক্লিক করতে হবে। ওই অপশনে ক্লিক করার পর নতুন একটি পেজ খুলে যাবে এবং সেখানেই অনলাইনে ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদন জানানো যাবে।
এছাড়াও আবেদনকারীরা সরাসরি https://rgmwb.gov.in/MARREG_ApplyOnline/MARREG_Apply_Online.aspx লিঙ্কেও ক্লিক করতে পারেন। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে করা হয়েছে যাতে বাড়িতে বসেই অনলাইনে ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদন করা যায়। আবেদনের মূল পেজে পৌঁছানোর পর নিখুঁতভাবে সমস্ত কিছু পড়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। কোথাও কোন রকম ভুল হলে আবেদন বাতিল করে দেওয়া হবে।
আবেদন করার মূল পেজে গিয়ে প্রথমেই আপনাকে বেছে নিতে হবে আপনার বিয়ে কোন অ্যাক্ট অনুযায়ী হয়েছে বা হবে। তারপর নিজের নাম থেকে শুরু করে সঙ্গীর নাম এবং তাদের বিভিন্ন প্রমাণ পত্র আপলোড করতে হবে। ম্যারেজ সার্টিফিকেট পাওয়ার জন্য যে পেমেন্ট রয়েছে তা করতে হবে এবং সবকিছু ঠিকঠাক ভাবে ফিলাপ করার পর আবেদন জানিয়ে দিতে হবে। পরবর্তীতে অফিসারদের তরফ থেকে সব তথ্য খতিয়ে দেখার পর আপনাদের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে।