নিজস্ব প্রতিবেদন : বর্তমানে আর্থিক লেনদেন থেকে শুরু করে বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ সবকিছুই ভারতীয় নাগরিকদের অধিকাংশরা সেরে ফেলছেন মোবাইলের মাধ্যমে। মূলত UPI এর ব্যবহার এখন বেড়ে যাওয়ার কারণে এই সকল কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। আবার UPI ব্যবসায় যাদের জনপ্রিয়তা বেশি তাদের মধ্যে অন্যতম হলো PhonePe, Gpay, Paytm ইত্যাদি।
এদের মধ্যে আবার বহু মানুষ মোবাইল রিচার্জ ও বিল পেমেন্টের ক্ষেত্রে Google Pay ব্যবহার করতেন অনেক বেশি সংখ্যায়। কারণ বহুদিন আগে থেকেই মোবাইল রিচার্জ এবং অন্যান্য বেশকিছু পেমেন্টের ক্ষেত্রে PhonePe Convenience fee নেওয়া শুরু করে দিলেও গুগল পে নিত না। স্বাভাবিকভাবেই খরচ বাঁচানোর জন্যই ব্যবহারকারীরা গুগল পে’র দিকে ঝুঁকছিলেন। কিন্তু এবার সেই দিন শেষ হয়ে গেল।
সম্প্রতি Google Pay-ও PhonePe-র মত মোবাইল রিচার্জ সহ বিভিন্ন ধরনের বিল পেমেন্টের ক্ষেত্রে Convenience fee নেওয়া শুরু করে দিয়েছে। গত কয়েক দিন ধরেই তাদের তরফ থেকে এই ধরনের চার্জ বসানো শুরু করে দেওয়া হয়েছে। তবে মোবাইল রিচার্জ হোক অথবা অন্য কোন বিল পেমেন্ট, টাকার উপর নির্ভর করে Convenience fee নেওয়া হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কাদের জন্য কত টাকা নেওয়া হচ্ছে?
আরও পড়ুন ? UPI Transaction Update: বড় পরিবর্তন আসছে UPI-এ! টাকার পাশাপাশি পাঠানো যাবে ডলারও
বিভিন্ন গ্রাহকদের থেকে জানা গিয়েছে ১০০ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ অথবা বিল পেমেন্টের ক্ষেত্রে সংস্থার তরফ থেকে কোনরকম Convenience fee নেওয়া হচ্ছে না। কিন্তু যখনই এই টাকার পরিমাণ ১০০ টাকার বেশি হয়ে যাচ্ছে তখনই ১.৯০ টাকা Convenience fee ধার্য করা হচ্ছে গ্রাহকদের থেকে। অনেকদিন ধরেই এই ধরনের ফি নেওয়া শুরু হবে এমনটা জানা যাচ্ছিল এবং শেষমেশ তা কার্যকর হলো।
সংস্থার তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে এখন গুগল পে ব্যবহারকারী গ্রাহকদেরও খরচ অনেকটা বেড়ে যাবে। তবে তাদের এই খরচ ফোন পে’র তুলনায় কম। কেননা ফোন পে রিচার্জের অথবা বিল পেমেন্টের টাকার উপর নির্ভর করে দু’টাকা থেকে শুরু করে তিন টাকা পর্যন্ত চার্জ করে থাকে। সেক্ষেত্রে ফোন পে’র তুলনায় গুগল পে’র গ্রাহকদের কিছুটা হলেও সাশ্রয় হবে।