নিজস্ব প্রতিবেদন : ব্রিটিশদের ছেড়ে যাওয়া রেল পরিষেবা ধীরে ধীরে ব্রিটিশদের খোলস ত্যাগ করছে। ধীরে ধীরে ভারতের রেল পরিষেবা হয়ে উঠছে বিশ্বের পাশ্চাত্য দেশগুলির মত উন্নত রেল পরিষেবা। এর জন্য ভারতীয় রেল (Indian Railways) প্রতিনিয়ত নিজেদের প্রচেষ্টা চালাচ্ছে এবং তারই ফলস্বরূপ দেশের মানুষ পেয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) থেকে অমৃত ভারত এক্সপ্রেস। আর এরই মধ্যে অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper)।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দেশের রেল ট্র্যাকে নামানোর পর থেকেই এই ধরনের আরও দুটি ট্রেন নামানোর পরিকল্পনা রয়েছে রেলের। কম দূরত্বের জন্য বন্দে মেট্রো এবং অনেক বেশি দূরত্বের জন্য বন্দে ভারত স্লিপার। সেই মতো রেলের তরফ থেকে বন্দে ভারত স্লিপার তৈরীর কাজ দীর্ঘদিন ধরেই চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরেই চলা এই কাজ এখন শেষের মুখে বলেই জানা গিয়েছে জাতীয় একটি সংবাদমাধ্যমের সংবাদ সূত্রে।
খবর অনুযায়ী, বন্দে ভারত স্লিপারের কোচ নির্মাণ সমাপ্ত হওয়ার পর এখন কাজ শুরু হয়েছে ইন্টিরিয়রের। এখন ট্রেনের ভিতরের বিভিন্ন সাজসজ্জার কাজ চলছে। এছাড়াও রেলের এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, এই ট্রেন চালু করার সম্ভাব্য দিনও মোটামুটি ঠিক করে নেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে রেলের তরফ থেকে তা ঘোষণা না করা পর্যন্ত ওই আধিকারিক দিনটি জানাতে চান নি।
আরও পড়ুন ? ২০২৪-এই আসছে বন্দে ভারত স্লিপার্স! কেমন হবে অন্দরমহল, দেখালেন রেলমন্ত্রী
অন্যদিকে ওই আধিকারিক বন্দে ভারত স্লিপারের বাণিজ্যিক যাত্রা শুরু হওয়ার পাকাপোক্ত দিন না জানালেও আভাস দিয়েছেন। সেই আভাস থেকেই জানা যাচ্ছে, আগামী মার্চ মাস পর্যন্ত হয়তো ভারতীয় নাগরিকদের অপেক্ষা করতে হতে পারে বন্দে ভারত স্লিপারের জন্য। লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র সরকার আরও অনেক বেশি বন্দে ভারত চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে, আর এসবের মধ্যেই যুক্ত হতে চলেছে বন্দে ভারত স্লিপার বলে সূত্রের খবর।
এখন প্রশ্ন হল কোন রুটে প্রথম বন্দে ভারত স্লিপার বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে? দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উপহার পেতে পারে রাজস্থান। বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তাতে যোধপুর থেকে দিল্লি ও মুম্বই রুটে প্রথম বাণিজ্যিকভাবে পথ চলা শুরু করতে পারে বন্দে ভারত স্লিপার। ইতিমধ্যেই এই রুটে বন্দে ভারত স্লিপার চালু করার জন্য প্রস্তুতি শুরু হয়েছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।