itel Power 450: চার্জার নিয়ে চিন্তার দিন শেষ! এবার ফিচার ফোনেও এসে গেল Type-C চার্জার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Itel Power 450 feature phone launched with Type-C charger: কিপ্যাড ফোন সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু এই ধরনের ফোনে কি ফাস্ট চার্জিং সম্ভব? শুনতে অবাক লাগল এটাই হলো সত্যি। এমনই অত্যাধুনিক ফিচারস দিয়ে বাজারে ফোন লঞ্চ করল itel। নতুন লঞ্চ করা ফোনের নাম হল itel Power 450। এমনকি আশ্চর্য না হয়ে পারবেন না যে, ফাস্ট চার্জিং এবং ডেটা ট্রান্সফারের জন্য স্মার্টফোনে USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। যারা শীঘ্রই ফোন কিনতে ইচ্ছুক তারা জেনে রাখুন ভারতের প্রথম ফিচার ফোন এটি এবং এতে USB Type-C পোর্ট দিয়েছে।

Advertisements

Itel সংস্থা গ্রাহকদের জন্য নতুন ফিচার ফোন (itel Power 450) লঞ্চ করে রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে। ফোনের বিশেষত্ব লুকিয়ে আছে কোথায় জানেন? ডিভাইসটিকে আপনি Type-C পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন। এর আসল অর্থ হল আপনি আপনার স্মার্টফোনটি যে চার্জার দিয়ে চার্জ করবেন, তা দিয়েই ছোট্ট ফোনটিকেও চার্জ করতে পারবেন। এখন নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছা করবে এই ফোনটি কত দামে পাওয়া যাচ্ছে মার্কেটে? এছাড়া ইউএসবি টাইপ সি পোর্ট ছাড়াও itel Power 450-এর বিশেষত্ব কী? তাহলে দেরি না করে আসুন জেনে নিই বিস্তারিত।

Advertisements

এই অত্যাধুনিক ফিচার সম্পন্ন ফোনটির (itel Power 450) দাম স্বাভাবিকভাবে হয়তো বেশি হবে কিন্তু তা একদমই নয়। সংস্থা এই ফোনটির দাম মোটেই বাড়ায়নি। লেটেস্ট ফিচার সম্পন্ন ফোনটির দাম রাখা হয়েছে ১৪৪৯ টাকা। সাধারণ মানুষ মনে করতে পারেন Type-C পোর্ট দেওয়ায় ফোনের দাম হবে বিশাল কিন্তু গ্রাহকদের কথা মাথায় রেখে এর দাম কম রাখা হয়েছে। গ্রাহকেরা এই ডিভাইসটি আকর্ষণীয় তিনটি কালার অপশনে পেয়ে যাবেন। আপনি চাইলে ডিপ ব্লু, গাঢ় ধূসর বা হালকা সবুজ রঙে এই ফোনটি কিনতে পারবেন।

Advertisements

আরও পড়ুন ? Moto G34 5G: নতুন 5G ফোন আনল Moto! দাম ৯৯৯৯, Jio গ্রাহকদের জন্য বাড়তি ৪৫০০ টাকার বেনিফিট

এবার জানতে হবে কোন কোন অত্যাধুনিক ফিচারস রয়েছে এই ফোনটিতে (itel Power 450)? এতে রয়েছে ওয়্যারলেস এফএম, ভয়েস স্পিচ টু টেক্সট অ্যাপ (হিন্দি এবং ইংরাজি সাপোর্ট), ৩.৫ মিমি হেডফোন জ্যাক এছাড়াও পিছনে রয়েছে ডিজিটাল ক্যামেরা। ফোনটিতে মোট নয়টি ভাষা সাপোর্ট করে। আধুনিক ফিচারসসম্পন্ন ফোনটিতে ইংরেজি, গুজরাটি, হিন্দি, তেলেগু, বাংলা, কন্নড়, পাঞ্জাবি, মালায়লাম এবং তামিলের মতো ৯টি ভারতীয় ভাষা সাপোর্ট করে। আপনার যে ভাষা পছন্দ তাতেই ব্যবহার করতে পারবেন ফোনটি।

এছাড়াও গ্রাহকদের আকর্ষিত করার জন্য রয়েছে আরো বহু ফিচারস। যেমন একটি ২.৪ ইঞ্চি QVGA (320 x 240 pixels) ডিসপ্লে, ভাল স্পিড। পাশাপাশি মাল্টিটাস্কিংয়ের জন্য ডিভাইসটিতে MediaTek MTK6261D প্রসেসর ব্যবহার করা হয়েছে। এমনকি 8GB RAM এবং 32GB স্টোরেজ পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2500 mAh-এর শক্তিশালী ব্যাটারি। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে, এই ফোনটি ১৫ দিনের স্ট্যান্ডবাই টাইম এবং ২০ ঘন্টার টকটাইম অফার করে।

Advertisements