নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের শুক্রবার থেকে যেভাবে দক্ষিণবঙ্গের (Winter South Bengal) জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছিল, তা খুব কম বছরই দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা এমন জায়গায় পৌঁছে যায় যে তারা উত্তরবঙ্গের একাধিক জেলাকে হার মানাচ্ছিল। তবে আচমকা আবহাওয়ায় বদল আছে বৃষ্টির কারণে। বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে শুরু হয় বৃষ্টি, সেই বৃষ্টির ফলে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়ায় অনেকটাই।
তবে এবার বৃষ্টির কি খতম হয়েছে বলেই যাচ্ছে হাওয়া অফিস এবং আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। বৃষ্টির সম্ভাবনা দূর হওয়ার কারণে এবার নতুন করে জাঁকিয়ে শীতের সম্ভাবনা (West Bengal Winter Update) রয়েছে কিনা তা নিয়ে বঙ্গবাসীদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল। এই বিষয়ে এবার হাওয়া অফিসের তরফ থেকে নতুন আপডেট দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক নতুন আপডেটে কি বলা হচ্ছে শীতের প্রত্যাবর্তন নিয়ে।
বৃষ্টির খেল খতম হওয়ার পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রায় নতুন করে পতন দেখা যাবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে আগামী দুদিন দক্ষিণবঙ্গের কোন জেলার তাপমাত্রায় তেমন কোনো বদল দেখা যাবে না বলেও জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। এছাড়াও আরও দুদিন দার্জিলিং ও কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে।
হাওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, পশ্চিমের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমানে শনিবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ কিছুটা হলেও কম দেখা যাবে এবং তা দাঁড়াতে পারে ১০ থেকে ১১ ডিগ্রিতে। তবে রবিবার থেকে এই তাপমাত্রায় আবার ঊর্ধ্বমুখী ভাব লক্ষ্য করা যাবে। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েক দিন স্বাভাবিকের থেকে উপরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যে। ২৪ ও ২৫ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও কমে ১৪ ডিগ্রিতে ঠেকতে পারে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে মেঘ, বৃষ্টির সব রকম সম্ভাবনা কেটে যাওয়ার পর শীতের আমেজ আরও কিছুদিন বজায় থাকবে।