Mukesh Ambani: বড় ঘোষণা মুকেশ আম্বানির, রাম মন্দির উদ্বোধনের দিন এই সুবিধা পাবেন রিলায়েন্স কর্মীরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের ধনী শিল্পপতিদের মধ্যে অন্যতম হলেন ভারতের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তিনি বিশ্বের ধনী শিল্পপতিদের তালিকায় যেমন রয়েছেন ঠিক সেই রকমই ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতি হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এমন একজন শিল্পপতির কোন না কোন অবদান রাম মন্দির নির্মাণের পিছনে থাকবে তা আশায় করা যায়। যদিও ঠিক কি অবদান রয়েছে তা এখনও স্পষ্ট নয়, তবে এরই মধ্যে রাম মন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) দিন বড় ঘোষণা করে দিলেন তিনি।

Advertisements

আগামী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনটিকে ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসব। বিভিন্ন জায়গা থেকে ভক্তদের অযোধ্যায় আগমন হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের মানুষেরা মুখিয়ে রয়েছেন এমন মুহূর্তের সাক্ষী থাকার। সশরীরে হোক অথবা অন্য কোন মাধ্যমে দেশের মানুষরা যাতে এমন বিশেষ মুহূর্ত দেখা থেকে বঞ্চিত না হন তার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য সরকার ছুটি অথবা অর্ধ দিবস ঘোষণা করেছে।

Advertisements

এবার বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার অথবা অন্যকোনো সংস্থার মতো মুকেশ আম্বানির রিলায়েন্স ২২ জানুয়ারি পুরোপুরি ছুটি ঘোষণা করে দিল। সংস্থার তরফ থেকে শুক্রবার একটি বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, রাম মন্দির উদ্বোধনের দিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের টেলিকম থেকে শুরু করে তেল, সব অফিস বন্ধ থাকবে। সংস্থার এমন ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশিতে ডগমগ কর্মীরা।

Advertisements

আরও পড়ুন ? Golden doors in Ram Mandir: একটি দুটি নয়, এক ডজনের বেশি সোনার দরজা রাম মন্দিরে! জানেন খরচ কত?

২২ জানুয়ারি আর কোন কোন রাজ্যের সরকারি কর্মচারীরা ছুটি অথবা অর্ধদিবস পাচ্ছেন চলুন দেখে নেওয়া যাক। কেন্দ্র সরকারের তরফ থেকে ২২ জানুয়ারি অর্ধ দিবস কাজ হবে তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে ২২ তারিখ সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শুধু মহারাষ্ট্র নয়, এই তালিকায় রয়েছে উত্তর প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ও।

অন্যদিকে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে গুজরাট সরকারের তরফ থেকে। অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে অসম সরকারের তরফ থেকে। অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে ত্রিপুরা। অন্যদিকে এই তালিকায় গোয়া সরকারের নাম উঠেছে আরও একটু উজ্জ্বলভাবে। কেননা গোয়া সরকারের তরফ থেকে ২২ জানুয়ারি সমস্ত সরকারি অফিস কাছারি ছুটি ঘোষণার পাশাপাশি স্কুল কলেজেও ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও বেশ কিছু বেসরকারি ব্যাঙ্ক এবং প্রতিষ্ঠান ও অর্ধদিবস অথবা পুরো ছুটির ঘোষণা করেছে ২২ জানুয়ারি। অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২২ জানুয়ারি আর্থিক বাজারে ছুটি ঘোষণা করেছে।

Advertisements