Ram Mandir Inauguration Telecast: সরাসরি রাম মন্দিরের উদ্বোধন কোন চ্যানেলে দেখা যাবে? ২২ জানুয়ারির আগেই জেনে নিন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Telecast of Ram Mandir Inauguration can be seen live on which channel: বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধনের অপেক্ষায় রয়েছে গোটা দেশ। চলতি মাসের ২২ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই শুভ কাজটি সম্পন্ন হবে। বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত মন্দিরের অভিষেক অনুষ্ঠান পরিচালনা করবেন এমনটাই জানিয়েছে রাম জন্মভূমি মন্দির ট্রাস্ট। এই বিশাল কর্মকাণ্ডে উপস্থিত থাকবেন একাধিক রাজনীতিবিদ থেকে শুরু করে সাধুসন্ত, সেলিব্রিটি-সহ আরও হাজার হাজার মানুষ। সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। কিন্তু সবার পক্ষে কখনই সম্ভব নয় অযোধ্যা পৌঁছানো। তাহলে উপায় কি? দেশবাসী একঝলক দেখার জন্য রীতিমতো মুখিয়ে আছে আর এটাই তো স্বাভাবিক। তবে কোথায় কবে কখন দেখা যাবে এই অনুষ্ঠান জেনে নিন বিস্তারিত (Ram Mandir Inauguration Telecast)।

Advertisements

একটি প্রতিবেদন মাধ্যমে জানা যায় যে, দূরদর্শন মন্দির চত্বরে ক্যামেরা লাগিয়েছে প্রায় ৪০টি। পাশাপাশি দূরদর্শন সরযূ ঘাটের কাছে রাম কি পাইদি এবং কুবের টিলায় জটায়ুর মূর্তি-সহ অন্যান্য স্থানে ক্যামেরা লাগাবে। গোটা দেশবাসীর কাছে এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত। সবাই এর সাক্ষী হয়ে থাকবে। রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের লাইভ স্ক্রিনিং করা হবে ২২ জানুয়ারি সকাল এগারোটা থেকে দুপুর একটার মধ্যে। দূরদর্শন, ডিডি নিউজ এবং ডিডি ন্যাশনালের চ্যানেলগুলি এই মহাসমারোহের অনুষ্ঠানটি সম্প্রচার করবে (Ram Mandir Inauguration Telecast)। এছাড়া অন্যান্য চ্যানেলে সম্প্রচার করার জন্য সংবাদসংস্থাকে একটি ইউটিউব লিঙ্কও শেয়ার করবে।

Advertisements

অযোধ্যাতে মঙ্গলবার থেকে শুরু হবে সাতদিন ব্যাপী ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রী অনিল মিশ্র বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের প্রায়শ্চিত্ত করেছিলেন। যেদিন বৈদিক আচারের প্রথম দিন হবে তিনি স্নান করবেন সরয়ূ নদীতে। তারপর ভগবান বিষ্ণুর পূজাও করবেন এবং রাম মন্দিরে ‘পঞ্চগব্য’ অর্থাৎ দুধ, মূত্র, গোবর, ঘি এবং দই দিয়ে ‘পঞ্চগব্যপ্রাশন’ করবেন।

Advertisements

আরও পড়ুন ? Ram Temple Inauguration Holiday: রাম মন্দির উদ্বোধনের দিন বাংলায় কি হাফ ডে ব্যাঙ্ক! জেনে নিন লেটেস্ট আপডেট

এরপর বৃহস্পতিবার হবে বৈদিক আচারের তৃতীয় দিন অর্থাৎ সেইদিন মন্দির কর্তৃপক্ষ মন্দিরের ‘গর্ভগৃহ’তে স্থাপন করবেন রামলালার মূর্তি। বুধবার কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে কালীঘাট বহুমুখী সেবা সমিতিকে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন সরাসরি সম্প্রচার করার (Ram Mandir Inauguration Telecast) এবং দক্ষিণ কলকাতার দেশপ্রাণ সাসমল পার্কে পূজার্চনা ও কীর্তন পরিচালনা করার।

এই উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি জানানো হয়েছিল। এরপর সমিতির দায়ের করা একটি পিটিশন অনুসারে বিচারক বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন যে, গোটা দেশে সরাসরি সম্প্রচার এবং বিশ্বের বিভিন্ন ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটে সম্প্রচার করা হবে। পাশাপাশি হাজার হাজার মন্দির এবং বিভিন্ন কেন্দ্রে এই অনুষ্ঠান সম্প্রচারের প্রস্তুতিও নেওয়া হচ্ছে (Ram Mandir Inauguration Telecast)। ভারতীয় জনতা পার্টি বলেছে, সরাসরি অযোধ্যায় শ্রীরাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের সম্প্রচার করা হবে সারা দেশ জুড়ে। মন্দির ট্রাস্ট কি বলেছে এই ব্যাপারে? এই অনুষ্ঠানে প্রায় ৮০০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্দিরটি কবে থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে তা মন্দির কমপ্লেক্স ২৩ জানুয়ারি জানাবেন।

Advertisements