Kolkata Municipal Corporation is going to launch Fair Price Diagnostic Center: বর্তমানে যে কোন রোগের চিকিৎসা মানেই হল খরচ সাপেক্ষ। তাই কঠিন রোগের চিকিৎসা করানো সাধারণ মধ্যবিত্তের হাতের বাইরে চলে যাচ্ছে। জনগণের সুবিধার্থে আগেই পাওয়া যেত ন্যায্য মূল্যের ওষুধ। এবার ঠিক সেই পদ্ধতিতেই কলকাতা পৌরসভা চালু করল ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার (Fair Price Diagnostic Center)। বিভিন্ন বেসরকারি ল্যাবগুলোতে যেকোনো টেস্ট এর জন্য অনেক টাকা ব্যয় করতে আর সাধারন মানুষকে এইখানে তার অর্ধেক টাকায় সমস্ত রকম পরিষেবা পাবে এ রাজ্যের জনগণ।
কলকাতা পৌরসভার এই নতুন উদ্যোগে সাধারণ মানুষ কি কি পরিষেবা পাবে জেনে নিন বিস্তারিতভাবে আজকের প্রতিবেদনে। আপাতত সিটি স্ক্যান এবং এমআরআই পরিষেবা মিলবে, পাশাপাশি ধীরে ধীরে শুরু হবে ডিজিটাল এক্স রে, আলট্রাসোনোগ্রাফি। এবার সব থেকে বড় প্রশ্ন হল ঠিক কতটা কম খরচে এই পরিষেবা পাবে সাধারণ জনগণ? কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুব্রত রায়চৌধুরী জানিয়েছেন, বর্তমানে স্বাস্থ্যসাথীর থেকেও ৬২ শতাংশ কম খরচে এই পরিষেবা মিলবে। স্বাস্থ্যসাথীতে নামমাত্র খরচ করে মিলতো বিভিন্ন রকমের সুবিধা। এখন থেকে তার থেকেও কম খরচে ডায়াগনস্টিক সেন্টার (Fair Price Diagnostic Center)!
স্বাস্থ্যসাথী কার্ড এর সুবিধা এ রাজ্যের বহু জনগণ নিয়ে থাকেন। স্বাস্থ্যসাথী কার্ডে হোল অ্যাবডোমেন কিংবা সম্পূর্ণ পেটের সিটি স্ক্যান করাতে খরচ হয় ১৭৪০ টাকা। আশ্চর্যজনকভাবে তার থেকেও ৬২ শতাংশ ছাড় পাওয়া যাবে এইখানে! যার অর্থ হল মাত্র ৬৬২ টাকায় করানো যাবে পেটের সিটি স্ক্যান। সাধারণ মানুষের কাছে এর থেকে খুশির খবর আর কিছুই হতে পারেনা। শুধুমাত্র আপার অ্যাবডোমেন অথবা লোয়ার অ্যাবডোমেনের সিটি স্ক্যান করাতে স্বাস্থ্যসাথী কার্ডে খরচ ৮৭০ টাকা। সেটাতেও পাওয়া যাবে ৬২ শতাংশ ছাড়। অর্থাৎ মাত্র ৩৩১ টাকায় করানো যাবে তলপেট কিংবা উপরের পেটের সিটি স্ক্যান। এছাড়াও ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে কোমর অথবা ঘাড়ের সিটিস্ক্যানও করানো যাবে।
আরও পড়ুন ? Swasthya Sathi New Rules: আগের সব নিয়ম অতীত! এবার মুশকিল আসানে স্বাস্থ্য সাথী নিয়ে বড় ঘোষণা
বেসরকারি ল্যাবে পাওয়া সব রকম সুবিধা এখানে পাওয়া যাবে কিন্তু অর্ধেকেরও কম খরচে। সিটি স্ক্যান, এমআরআই দিয়ে শুরু হলেও আগামী দিনে ডিজিটাল এক্স রে, আলট্রাসোনোগ্রাফিও হবে এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে। তাতেও মিলবে ৬২ শতাংশ ছাড়। সাধারণ এক্স রে করাতে স্বাস্থ্যসাথী কার্ডে খরচ পড়ে ১০০ টাকা। কিন্তু আপনি যদি ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে (Fair Price Diagnostic Center) করান মাত্র ৩৮ টাকায় আপনার সমস্ত কিছু হয়ে যাবে। ডিওডেনামের এক্স রে করানো যাবে মাত্র ৩৪২ টাকায়।
মেয়র পারিষদ অতীন ঘোষ কি বলেছেন এই বিষয়ে? যাঁরা চিকিৎসা এই ফেয়ার প্রাইজ ডায়াগনস্টিক সেন্টারে (Fair Price Diagnostic Center) চিকিৎসা করাবেন তাদের অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আসতে হবে। আগামী ১০ই জানুয়ারি ৭৭ নম্বর ওয়ার্ডে উদ্বোধন হয়েছে এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারের। মুখ্যমন্ত্রীর মতে, শহরের প্রান্তিক মানুষরাও পাবেন যথাযথ চিকিৎসা। সাধারণ মানুষ বিশাল সুযোগ পাবে এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে। ১৭/১ মনসাতলা লেনের এই ডায়াগনস্টিক সেন্টার আপাতত পরিচালনা করবে রিলায়েবেল ডায়াগনস্টিক বলে একটি সংস্থা। এর উদ্বোধনে হাজির হয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়, স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ, স্থানীয় বরো চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস।