Ram Mandir Picture by ISRO: শুধু পৃথিবী নয়, মহাকাশ থেকেও দেখা যাচ্ছে অযোধ্যার রাম মন্দির! ছবি প্রকাশ করল ইসরো

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আর মাত্র কয়েক ঘন্টা আর তারপরেই উদ্বোধন হয়ে যাবে দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir)। অযোধ্যার রাম মন্দির উদ্বোধন আর রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে ইতিমধ্যেই অযোধ্যার পাশাপাশি দেশজুড়ে শুরু হয়েছে নানান ধর্মীয় অনুষ্ঠান। তবে এসবের মধ্যেই এবার ইসরো (ISRO) এমন একটি ছবি প্রকাশ করলে যা দেখে রীতিমতো অবাক হতে হবে আপনাকেও।

Advertisements

ইসরোর তরফ থেকে এমনিতেই বিভিন্ন সময় এমন সব ছবি প্রকাশ করে থাকে যা দেশের পাশাপাশি বিশ্বের মানুষদের অবাক করে। এসবের মধ্যেই রাম মন্দিরের যে ছবি প্রকাশ করা হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণাগারে তরফ থেকে তা সত্যিই অবাক করছে সকলকে। কেননা ওই ছবিতে দেখা যাচ্ছে, মহাকাশ থেকেও অযোধ্যার রাম মন্দির স্পষ্টভাবেই নজরে আসছে।

Advertisements

ইসরোর তরফ থেকে সম্প্রতি যে ছবিটি প্রকাশ করা হয়েছে সেই ছবিটিতে দেখা যাচ্ছে দশরথ মহল, সরযূ নদী এবং নতুন করে সংস্কার করা অযোধ্যা রেলস্টেশন। এই সমস্ত কিছুই দেখা যাচ্ছে ইসরোর তরফ থেকে প্রকাশ করা স্যাটেলাইট ছবিতে। এর পাশাপাশি ওই ছবিতেই স্পষ্টভাবে দেখা যাচ্ছে শ্রীরামচন্দ্রের মন্দির। ২.৭ একরের মন্দির এতটাই স্পষ্ট ভাবে তুলেছে ইসরো যা প্রত্যেকের কাছে প্রশংসনীয় হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Ram Mandir Inauguration Telecast: সরাসরি রাম মন্দিরের উদ্বোধন কোন চ্যানেলে দেখা যাবে? ২২ জানুয়ারির আগেই জেনে নিন

ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার গ্র্যান্ড রাম মন্দিরের ছবি তোলার কাজ করছে। অযোধ্যার রাম মন্দির উদ্বোধন আগে ইসরোর তরফ থেকে একটি উপগ্রহ ব্যবহার করে মহাকাশ থেকে বিশাল রাম মন্দিরের ছবি তোলা হচ্ছে। সেই সকল ছবির মধ্যেই কয়েকটি ছবি তাদের তরফ থেকে সবার সামনে তুলে ধরা হয়েছে। সেই সকল ছবির মধ্যে আবার দুটি ছবি কেন্দ্র সরকারের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে।

রাম মন্দির উদ্বোধন এবং ইসরোর ছবি প্রসঙ্গে আরও একটি কথা না বললেই নয়, যেটি হলো, অযোধ্যার রাম মন্দিরে শ্রী রামচন্দ্রের মূর্তি কোথায় বসবে সেই জায়গা ঠিক করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়। যে কারণে ভগবান রামচন্দ্রের সঠিক অবস্থান চিহ্নিত করার দায়িত্বও দেওয়া হয়েছিল ইসরোকে। বিশ্বাস যে জায়গা চিহ্নিত করা হয়েছে সেই জায়গাটি হল শ্রীরামচন্দ্রের জন্মস্থান।

Advertisements