The beauty of Ahaldhara View Point fascinates the mind: এমন বহু পর্যটক আছেন যারা শহরের ভিড় এবং কোলাহল এড়িয়ে ফাঁকা কোন জায়গায় সময় কাটাতে সবথেকে বেশি পছন্দ করেন। প্রকৃতির কোলে সময় কাটাতে যাদের সব থেকে বেশি ভালো লাগে তাদের জন্য এই জায়গাটি (Ahaldhara View Point) একেবারে আদর্শ। এখানে নেই কোন আওয়াজ, প্রকৃতির শান্ত পরিবেশকে পর্যটকরা সহজেই উপভোগ করতে পারবেন। আজকের প্রতিবেদনটি পড়লে সেই জায়গাটি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন।
বর্তমানে বহু পর্যটক অফবিট জায়গা বেশি পছন্দ করেন। যেখানে কোন পর্যটকদের ভিড় সেভাবে বিরক্ত করতে পারবে না। অবশ্য ভ্রমণপ্রিয় বাঙালির সব জায়গাতেই পা পড়ে গেছে। এই শৈলশহরে (Ahaldhara View Point) আপনি উপভোগ করতে পারবেন সাদা মেঘে আনাগোনা, দূষণমুক্ত আকাশ এবং সুন্দর পাহাড়ের চিত্র। এখানে আসলে মনে হবে জীবন যেন সার্থক হয়ে গেছে। সকালে সূর্য ওঠা থেকে শুরু করে বিকেলের সূর্য অস্ত যাওয়া সবই আপনি দেখতে পাবেন একই ক্যানভাসে।
দেরি না করে চট করে ঘুরে আসুন অহলদাড়া থেকে (Ahaldhara View Point)। সামনে দেখতে পাবেন বিস্তৃত কাঞ্চনজঙ্ঘার শোভা। পড়ন্ত বিকেলে সূর্য যখন ঢলে পড়বে কাঞ্চনজঙ্ঘার বুকে সেই দৃশ্য সত্যি ভোলার নয়। গাড়ি থামিয়ে হাতে কিছুটা সময় নিয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যগুলোকে উপভোগ যদি করতে পারেন তাহলেই আপনার জীবন হবে সার্থক। নিমিষে কেটে যাবে আপনার সারা জীবনের ক্লান্তি।
আরও পড়ুন ? Dheu sagar Park Digha: নামমাত্র খরচ, অথচ দিঘাই ঘুরতে গিয়ে অনেকেই মিস করে যান এই জায়গা
এবার সবথেকে বড় প্রশ্ন হল এই জায়গাটির নাম এখনো পর্যন্ত বহু পর্যটক শোনেননি, তাহলে কিভাবে পৌঁছাবেন এখানে? নিউ জলপাইগুড়ি রেল স্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি চারচাকা গাড়ি পেয়ে যাবেন। সেবক থেকে কালিঝোড়া হয়ে যেতে হয় অহলদাড়া ভিউ পয়েন্টে৷ লাটপাঞ্চেরে নেমে কিছুটা খাড়া পথ হেঁটে পৌঁছাতে হয় অহলদাড়া ভিউ পয়েন্টে (Ahaldhara View Point)।
পর্যটকদের মনে একাধিক প্রশ্ন ঘুরপাক করতে পারে এখানে গেলে কোথায় থাকবেন, কিভাবে খাবেন ইত্যাদি? এই সব প্রশ্নের উত্তর কিন্তু এই প্রতিবেদনেই আপনি পেয়ে যাবেন। একাধিক হোমস্টে রয়েছে অহলদাড়াতে। তাই পর্যটকদের কোনরকম অসুবিধা হওয়ার কথা না। মাথাপিছু এখানকার হোমস্টেতে খরচ হলো ১৫০০ টাকা। যারা কাপল তাদের জন্য রয়েছে কিন্তু অভাবনীয় ছাড়। সর্বোচ্চ ২৭৫০ টাকা করে রয়েছে হোম স্টের রুম এবং সাথে আছে তিন বেলার খাওয়ার।