নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন এখন মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। অযোধ্যার এই বিতর্কিত জমির বিতর্কের অবসান হয় সুপ্রিম কোর্টের রায়ে। তারপর সুপ্রিমকোর্টের নির্দেশেই শুরু হয় মন্দির নির্মাণের কাজ। রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে যা জরুরী ছিল তা হল অর্থ। তবে সরকারি সাহায্য করা হলেও তহবিল থেকে টাকা খরচ না করেই দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে যে পরিমাণ অর্থ রাম মন্দির নির্মাণের জন্য উঠে আসে তাও উল্লেখযোগ্য।
ভগবান শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য বলিউড তারকা থেকে শুরু করে ক্রিকেটার, শিল্পপতি এবং সাধারণ মানুষদের অসাধারণ সহযোগিতা লক্ষ্য করা গিয়েছে। দূর দূরান্ত থেকে যে যতটুকু পেরেছেন রাম মন্দির নির্মাণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষেরা নন, এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধর্মের মানুষেরাও রাম মন্দির নির্মাণের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন।
আদালতের নির্দেশের পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হলেও সেই কাজ করতে লেগে গিয়েছে কয়েক বছর। আসলে এই রাম মন্দির এমন ভাবে তৈরি করা হচ্ছে যা আগামী ১০০০ বছর পর্যন্ত কোনরকম রক্ষণাবেক্ষণ ছাড়াই অটুট থাকবে। ৬.৫ রিখটার স্কেলে ভূমিকম্প ভূমি কাঁপালেও রাম মন্দিরের কিছু হবে না। মন্দির নির্মাণের ক্ষেত্রে যত ধরনের প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে।
এখন প্রশ্ন হল এই রাম মন্দির নির্মাণের জন্য কত টাকা খরচ হল? রাম মন্দির নির্মাণের জন্য খরচ হয়েছে ১১০০ কোটি টাকা। টাকার অঙ্ক দেখেই বোঝা যায় মন্দির কতটা শক্তপোক্ত করা হয়েছে। এখন দেখে নেওয়া যাক মন্দির নির্মাণের জন্য কোন বলিউড তারকা কত টাকা দান করলেন? মন্দির নির্মাণের জন্য যে সকল বলিউড তারকারা অর্থ দান করেছেন তাদের তালিকায় যেমন রয়েছেন অক্ষয় কুমার, ঠিক সেই রকমই রয়েছেন হেমা মালিনী, মুকেশ খান্নার মতো তারকারাও।
অক্ষয় কুমার, হেমা মালিনী, অনুপম খের ঠিক কত টাকা দিয়েছেন তা সামনে আনেন নি। তবে তাদের দান করা টাকার অংক কোটি টাকার বেশি হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। অন্যদিকে মুকেশ খান্না দিয়েছেন ১ লক্ষ ১১ হাজার টাকা, পবন কল্যাণ দিয়েছেন প্রায় ৩০ লক্ষ টাকা, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি সাংসদ দিয়েছেন ১ কোটি টাকা, দক্ষিণী সুপারস্টার প্রভাস দিয়েছেন ৫০ কোটি টাকা। এইরকম বহু তারকা থেকে শুরু করে সাধারণ মানুষরা রাম মন্দির নির্মাণের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন।