নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহে দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। সেই বৃষ্টির রেস কাটতেই সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নামল হুড়মুড়িয়ে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রার বিরাট পতন হয়েছে কলকাতাতেও। তবে আবার এরই মধ্যে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস (Weather Update South Bengal)।
মেঘ কেটে সূর্য ওঠার পর সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিমের একাধিক জেলার তাপমাত্রায় ব্যাপক পতন লক্ষ্য করা যাচ্ছে। শীতের ধারাবাহিকতা বজায় রেখে এদিন পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭.১ ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়ার এদিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রী কম। একইভাবে সর্বনিম্ন তাপমাত্রায় পতন হয়েছে বীরভূমে। বীরভূমে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
তবে শুধু পশ্চিমের জেলাগুলি নয়, পশ্চিমের জেলাগুলির পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রায় ব্যাপক পতন হয়েছে কলকাতাতেও। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় যেখানে শীতকালেও অধিকাংশ সময় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির উপরে থাকে সেই জায়গায় এমন তাপমাত্রার ব্যাপক পতনে জুবুথুবু অবস্থা শহরের বাসিন্দাদের।
অন্যদিকে এমন শীতের দাপটের মাঝেই ফের একবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় রাজ্যের ৯ জেলায় বৃষ্টির দেখা মিলতে পারে। যদিও বৃষ্টির পরিমাণ হালকা থাকবে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাসে। আগামীকাল অর্থাৎ ২৩ জানুয়ারি থেকেই এমন বৃষ্টির ভ্রুকুটি লক্ষ্য করা যাবে বলে হাওয়া অফিসের অনুমান।
মঙ্গলবার ২৩ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিও মেঘাচ্ছন্ন হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়াও বৃষ্টি হতে পারে ঝাড়্গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার মত জেলাতেও। তবে বৃষ্টি যেখানেই হোক না কেন বৃষ্টির পরিমাণ খুব সামান্য থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস।