Ram Mandir Ramlalla Idol: কোন শিলায় তৈরি হলো রাম লালার মূর্তি! কেন ব্যবহার হল এমন শিলার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন, রামলালার (Ramlalla) প্রাণ প্রতিষ্ঠা, এসবকে ঘিরে এখন দেশজুড়ে চলছে উৎসব। দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার পর রাম মন্দির উদ্বোধন এবং সেই রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা যেন হিন্দু ধর্মের মানুষদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে দাঁড়িয়েছে। তবে অনেকেই জানেন না রামলালার মূর্তি কোন শিলায় তৈরি হয়েছে? কেনই বা ওই শিলাকে বেছে নেওয়া হয়েছে রামলালার মূর্তি তৈরির জন্য?

Advertisements

মূর্তির প্রাণ প্রতিষ্ঠার একদিন আগেই আচমকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রামলালার ছবি। যে ছবিতে দেখা যায়, রামলালার মূর্তি তৈরি করা হয়েছে শ্রীরামচন্দ্রের দাঁড়িয়ে থাকা অবস্থায় ৫ বছর বয়সী বালক হিসাবে। মুখে মৃদু হাসি, একবার দেখলে আর চোখ অন্যদিকে ফেরাতে ইচ্ছে করবে না। এই মূর্তি তৈরি করেছেন কর্নাটকের প্রখ্যাত ভাস্কর শিল্পী অরুণ যোগীরাজ। এই মূর্তি তৈরি করার ক্ষেত্রে আরও যাদের নাম জড়িয়ে রয়েছে তারা হলেন বেঙ্গালুরুর গণেশ ভাট এবং রাজস্থানের সত্যনারায়ণ পান্ডে।

Advertisements

সোমবার অযোধ্যার মন্দিরে যে রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হলো সেই মূর্তিটির ওজন প্রায় ২০০ কেজি। মূর্তিটি ৫১ ইঞ্চি উচ্চ। এই মূর্তি তৈরি করা হয়েছে কর্ণাটকের মহীশুর জেলার এইচডি কোট তালুকের বুজ্জেগৌদানাপুরা গ্রামের অনন্য কৃষ্ণ শিলা পাথর দিয়ে। আসলে এই শিলা হল নেল্লিকারু শিলা। তবে এই শিলাকে কৃষ্ণ শিলা বলা হয় কারণ এর রং ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রঙের মতো।

Advertisements

আরও পড়ুন ? Ram Mandir Time Capsule: রাম মন্দিরের ২০০০ ফুট নিচে পোঁতা হয়েছে টাইম ক্যাপসুল, কি রয়েছে তাতে!

এই সকল শিলা মূলত নরম প্রকৃতির হয় আর নরম প্রকৃতির হওয়ার কারণে ভাস্কর্য শিল্পের জন্য ব্যবহার করে থাকেন ভাস্কর শিল্পীরা। এই ধরনের শিলা বিভিন্ন মূর্তি থেকে শুরু করে ভাস্কর্য কাজে ব্যবহার করার পিছনে অন্য একটি বড় কারণ হলো, প্রথমদিকে এই শিলা নরম প্রকৃতির থাকলেও দু-তিন বছরের মধ্যে ওই শিলা শক্ত হয়ে যায়। এই সকল কারণেই রামলালার মূর্তি তৈরি করার জন্য ওই কৃষ্ণ শিলা ব্যবহার করা হয়েছে।

যার হাতে তৈরি রাম লালার মূর্তি অযোধ্যার গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা করা হলো সেই শিল্পী অর্থাৎ অরুণ যোগীরাজের পাঁচ প্রজন্ম এমন পাথর খোদাই করে মূর্তি তৈরি করার কাজ করে আসছেন। সঠিক সময়ে যাতে রাম লালার মূর্তি তৈরি করা যায় তার জন্য অরুণ যোগীরাজ গত ছয় থেকে সাত মাস ধরে প্রতিদিন প্রায় ১২ ঘন্টা করে নিরলস কাজ করেছেন। রামলালার যে তিনটি মূর্তি তৈরি করা হয়েছিল তার মধ্যে অরুণ যোগীরাজের হাতে তৈরি মূর্তিটিই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট বেছে নেয় গর্ভগৃহে প্রতিষ্ঠার জন্য।

Advertisements