নিজস্ব প্রতিবেদন : পৌষ মাসের শেষ সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে। তবে মাঝেমধ্যে এই জাঁকিয়ে শীতের পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। পৌষ মাসের শেষ সপ্তাহের পর মাঘ মাসেও যখন জাঁকিয়ে শীত লক্ষ্য করা যাচ্ছে ঠিক সেই সময় আবার তাণ্ডব শুরু করতে চলেছে বৃষ্টি (Rainfall South Bengal)। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের ১৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, কর্ণাটক থেকে মধ্য ভারত পর্যন্ত একটি অক্ষরেখা প্রসারিত হয়েছে। এর ফলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। অন্যদিকে উত্তর বাংলাদেশ এবং কঙ্কনে অবস্থান করছে জোড়া ঘূর্ণাবর্ত। এসবের কারণেই দক্ষিণবঙ্গের ১৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ২৩ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হবে বৃষ্টি এবং তা চলবে ২৫ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত।
হাওয়া অফিসের তরফ থেকে যে আপডেট পাওয়া গিয়েছে, তাতে এই তিন দিনের মধ্যে মঙ্গলবার অর্থাৎ ২৩ জানুয়ারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টি হলেও তা হালকা হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
২৩ জানুয়ারির পর ২৪ জানুয়ারি অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের ১৫ জেলা বৃষ্টিতে ভিজতে পারে। এই ১৫ টি জেলার মধ্যে মাঝারি ধরনের বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা। বাকি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দার্জিলিঙেও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ অধিকাংশ জেলাতেই কমবে এবং কেবলমাত্র উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসবে এবং রোদ ঝলমলে দিনের দেখা মিলবে বলে জানানো হয়েছে।