নিজস্ব প্রতিবেদন : রাম মন্দির (Ram Mandir) তৈরি হবে এমন পরিকল্পনা যেদিন থেকে গ্রহণ হয়েছিল সেই দিন থেকেই বিভিন্ন সংস্থার বিনিয়োগ হতে শুরু করেছিল অযোধ্যায় (Ayodhya)। যে সকল সংস্থা এখানে বিনিয়োগ করেছে তাদের মধ্যে অন্যতম হলো টাটা গ্রুপ (Tata Group)। রতন টাটার (Ratan Tata) সংস্থার মন্দির নির্মাণের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে আর এবার পুরো অযোধ্যার রূপ বদলে দেওয়ার জন্য বড় ভূমিকা পালন করতে চলেছে তারা।
অযোধ্যায় ইতিমধ্যেই টাটা গ্রুপের তরফ থেকে পুণ্যার্থীদের থাকার জন্য দুটি হোটেল তৈরি করার কাজ এগোচ্ছে। এবার তৃতীয় হোটেল তৈরি করার বিষয়ে চুক্তি ঘোষণা করলো টাটার ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড। সোমবার রাম মন্দিরের উদ্বোধনের দিনে এই ঘোষণা করা হয় এবং কি ধরনের হোটেল হবে তাও জানিয়ে দেওয়া হয়। যে হোটেল তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা জানলে আপনারও তাক লেগে যাবে।
টাটা গ্রুপের ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড জানিয়েছে, ১.৩ একর জমিতে তৈরি হবে তাদের হোটেল। ১.৩ একর জমিতে হোটেল তৈরি হবে মানে বোঝাই যায় কেমন হোটেল হতে চলেছে টাটা গ্রুপের এই হোটেলটি। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হওয়ার পর বিশ্বমানের তীর্থক্ষেত্র ও পর্যটন ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে অযোধ্যা। তাই বিশ্বের যে কোন জায়গা থেকেই আসা পর্যটকরা যাতে বিশ্বমানের সুবিধা পান তার জন্য এমন হোটেল তৈরি করা হবে।
আরও পড়ুন ? Tata: Maggie-র দিন শেষ! এবার একসঙ্গে দুটি কোম্পানি কিনে নিল টাটারা, নুডলসের বাজারে বড় পদক্ষেপ
অযোধ্যায় নতুন যে হোটেল তৈরি করার পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে সেই হোটেলটিতে ১৫০টি কক্ষ বলে জানা গিয়েছে সংস্থার তরফ থেকে। এই হোটেলটি ছাড়াও আরও যে দুটি হোটেল তৈরীর কাজ কয়েক ধাপ এগিয়ে গিয়েছে সেই দুটি হোটেলেও ২৫০টি পক্ষ থাকবে। সব মিলিয়ে অযোধ্যায় টাটা গ্রুপের ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের মোট তিনটি হোটেল হতে চলেছে এবং সেই সকল হোটেলে মোট ৪০০টি কক্ষের ব্যবস্থা থাকবে।
অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়া শুরু হতেই বিভিন্ন সংস্থা যেভাবে বিনিয়োগ করেছে তাতে আগামী দিনে অযোধ্যার রূপ সম্পূর্ণ ভাবে বদলে যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এখানে তৈরি হতে চলেছে ২৫ হাজার কোটি টাকার গ্রিন ফিল্ড সিটি। আন্তর্জাতিক বিমানবন্দর আগেই তৈরি। সংস্কার হয়ে গিয়েছে রেলস্টেশন। সব মিলিয়ে অযোধ্যায় প্রায় ৮০ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে অযোধ্যার রূপ পরিবর্তনের জন্য। এই বিপুল পরিমাণ অর্থের বিনিয়োগ টাটা, সরকার ছাড়াও অন্যান্য সংস্থারাও করছে।