LPG Price: ৪০০ টাকায় রান্নার গ্যাস! বড় পরিকল্পনা কেন্দ্রের, সুখবর আসতে চলেছে এই মাসে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বেশি দিন নয়, মাস পাঁচেক আগেই রান্নার গ্যাসের (LPG) দাম দিতে নাজেহাল অবস্থা হতে হচ্ছিল দেশের বাসিন্দাদের। রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছিল ১১০০ টাকার বেশি। এই পরিস্থিতি নিয়ে যখন দেশজুড়ে সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে সেই সময় বড় পদক্ষেপ নেয় কেন্দ্র। দেশের প্রতিটি গ্রাহকদের জন্য ২০০ টাকা করে ভর্তুকির ঘোষণা করা হয়।

Advertisements

১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দামে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার ফলে সেই দাম এক ধাক্কায় নেমে যায় এক হাজার টাকার নিচে। অন্যদিকে যে সকল উপভোক্তারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রয়েছেন তারা আরও বাড়তি ভর্তুকিতে রান্নার গ্যাসের দাম (Lpg price) তাদের জন্য দাঁড়ায় ৬০০ টাকা মত। তবে এবার এর থেকেও বড় পরিকল্পনা করছে সরকার।

Advertisements

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তারা এখন যে ৩০০ টাকা করে ভর্তুকি পান সেই ভর্তুকি বাড়িয়ে ৫০০ টাকা করা হতে পারে বলেই জানা যাচ্ছে। ভর্তুকির পরিমাণ ৩০০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা হলেই রান্নার গ্যাসের দাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের জন্য ৪০০ টাকায় এসে দাঁড়াবে। এর ফলে অন্ততপক্ষে ১০ কোটি উপভোক্তা এবং তাদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন।

Advertisements

আরও পড়ুন ? LPG Biometric Update: ৩১ ডিসেম্বর পর্যন্ত হয়নি LPG-র সঙ্গে বায়োমেট্রিক আপডেট! এবার কি হবে জেনে নিন

কবে থেকে এই ভর্তুকি চালু হতে পারে? দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট হল আগামী ১ ফেব্রুয়ারি। তার আগে ৩১ জানুয়ারি সংসদে বসবে অন্তর্বর্তী বাজেট অধিবেশন। মনে করা হচ্ছে আসন্ন এই বাজেটেই সাধারণ নিম্নবিত্ত মানুষগুলির মুখে নতুন করে হাসি ফুটবে। এই বাজেটেই কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা রান্নার গ্যাসের দাম নিয়ে এমন বড় পদক্ষেপ গ্রহণ করতে পারে।

যেহেতু এই বছর দ্বিতীয় মোদি সরকারের মেয়াদ শেষ হতে চলেছে তাই তাদের তরফ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সুযোগ নেই। এবার বাজেট হবে তিন মাসের জন্য এবং সেই বাজেট হতে চলেছে ভোট অন অ্যাকাউন্ট বলেই মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের তরফ থেকে। তিন মাসের জন্য এই বাজেট মূলত পাখির চোখ হতে চলেছে কেন্দ্র সরকারের আসন্ন লোকসভা নির্বাচনের জন্য। যে বাজেটে অন্যান্য বিভিন্ন বড় ঘোষণার পাশাপাশি রান্নার গ্যাসের দাম নিয়েও বড় ঘোষণা হতে পারে।

Advertisements