নিজস্ব প্রতিবেদন : ভারত ব্রিটিশশৃঙ্খল মুক্ত হয়ে স্বাধীন দেশে পরিণত হয় ১৯৪৭ সালের ১৫ আগস্ট। এর ঠিক তিন বছরের মাথায় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান প্রণয়ন করা হয়েছিল। সংবিধান প্রণয়নের এই দিনটিকেই প্রতিবছর প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এই বছর আগামী শুক্রবার পড়েছে ২৬ জানুয়ারি এবং ওই দিন দেশজুড়ে পালন করা হবে ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবস (Republic Day 2024)।
প্রজাতন্ত্র দিবস পালন হোক অথবা স্বাধীনতা দিবস পালন, প্রতিক্ষেত্রেই দেখা যায় দেশের মানুষদের গুলিয়ে ফেলতে, ঠিক কততম দিনটি পালন করা হচ্ছে! অন্যান্য বারের মতো এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। অনেকেরই মধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে আসন্ন প্রজাতন্ত্র দিবস ৭৪ না ৭৫ তম। এমনকি এই বিভ্রান্তি কখনো কখনো এমন জায়গায় পৌঁছে যায় যে, দিনটিকে উদযাপনের সময়েও অনেকে ভুল করে ফেলেন।
এই ভুল ভ্রান্তি দূর করার জন্য প্রথমেই বলে রাখা দরকার, এই বছর দেশ জুড়ে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হবে। যারা ৭৪ তম ভাবছেন তারা তাদের ভুল দূর করে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালনে মেতে উঠুন। যেহেতু ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান প্রণয়নের দিনটিকে প্রথম প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়েছিল তাই ১৯৫১ সালের ২৬ জানুয়ারি ছিল দ্বিতীয় প্রজাতন্ত্র দিবস এবং প্রজাতন্ত্র দিবসের বর্ষপূর্তি। এরই পরিপ্রেক্ষিতে এবার ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন করবে দেশ।
১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতবর্ষে প্রথম প্রজাতন্ত্র দিবস পালন করার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ৭৪ বর্ষপূর্তি হতে চলেছে। অর্থাৎ ভারতবর্ষ প্রজাতন্ত্র দিবস পালনের ৭৪ বছর পার করে ৭৫ বছরে পা রাখতে চলেছে আগামী ২৬ জানুয়ারি। তবে এই রকমের দিবস বা দিন পালনের ক্ষেত্রে অনেকেই বিষয়টি গুলিয়ে ফেলেন। যদিও এর একটি সহজ অংক রয়েছে।
কততম দিবস বের করার জন্য বর্তমান সালের থেকে প্রথম যে বছর দিবসটি পালন করা হয়েছিল সেটি বিয়োগ করতে হয় এবং তার সঙ্গে এক যোগ করতে হয়। এইভাবে যে সংখ্যা বের হয় সেটিই হয় তততম দিবস। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের সঙ্গে ১৯৫০ সাল বিয়োগ করলে দাঁড়ায় ৭৪। এর সঙ্গে ১ যোগ করে হয় ৭৫। এই সহজ হিসেব করেই আমরা সবসময়ই সঠিক তথ্য বের করে নিতে পারি। এই বিষয়টি যদি কারো মাথায় থেকে যায় তাহলে তাকে কোনদিন এমন ভুল করতে দেখা যাবে না।