Winter Update: লেপ, কাঁথাতেও হবে না! আগামী কয়েকদিন ব্যাপক শীত পড়বে দক্ষিণবঙ্গে, তাপমাত্রা নামবে এত ডিগ্রীতে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর জানুয়ারি মাসে যেভাবে শীতের (Winter) দাপট দেখা যাচ্ছে তা বেশ কয়েক বছর ধরেই দেখা যায়নি। টানা দিনের পর দিন ধরে তাপমাত্রার পারদ এতটাই নিম্নমুখী যা বলার নয়। যারা শীতবিলাসী তারাও এমন শীত দেখে রীতিমতো অবাক। মাঝে মাঝে বৃষ্টির পরিস্থিতি তৈরি হলেও ফের এক ঝটকায়ই নামছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছিল, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা। বুধবার হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক হওয়ার কারণেই হু হু করে নামবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আর এবারও জাঁকিয়ে শীতের ফাটাফাটি ইনিংস দেখা যাবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে যা জানানো হয়েছে তাতে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভোরের দিকে কুয়াশার দেখা মিলবে। আবহাওয়া শুষ্ক থাকলেও কোন কোন জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশের দেখা মিলতে পারে। এরই সঙ্গে সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পতন হতে পারে ২ থেকে ৪ ডিগ্রি। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে শীতের আরও দাপট দেখা যাবে।

Advertisements

আরও পড়ুন ? ৪০০০-৫০০০ নয়, ৩০০ টাকারও কমে পৌঁছে যান দার্জিলিং! জানুন সেই উপায়

২৫ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। অন্যদিকে ২৭ থেকে ৩০ জানুয়ারি কলকাতার তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রির নিচে পৌঁছে যাবে। অন্যদিকে ২৯ জানুয়ারি আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে কলকাতায়। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কিছু জেলার সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার অর্ধেকের কম হয়ে যাবে।

হাওয়া অফিসের যা পূর্বাভাস তা থেকে জানা যাচ্ছে, বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ জানুয়ারি পর্যন্ত ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। একই সময়ে একই রকম তাপমাত্রা দেখা যাবে বাঁকুড়ার ক্ষেত্রেও। মুর্শিদাবাদের তাপমাত্রাও ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। অন্যদিকে তাপমাত্রার ব্যাপক পতন লক্ষ্য করা যাবে পুরুলিয়ায়। পুরুলিয়ায় ২৫ এবং ২৬ জানুয়ারি ৬ ডিগ্রিতে নেমে যাবে সর্বনিম্ন তাপমাত্রা। ২৭ জানুয়ারি তাপমাত্রার কিছুটা উন্নতি হলেও সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে হাওয়া অফিসের অনুমান।

Advertisements