Republic Day Weather Update: বৃষ্টি না কনকনে শীত, কেমন থাকবে প্রজাতন্ত্র দিবসের দিন! জানাল হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস (Republic Day)। এবার দেশ ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন করতে চলেছে। তবে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালনের আগে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘে ঢাকা পড়েছিল, কোথাও কোথাও আবার হালকা বৃষ্টির দেখাও মিলেছে। এমন পরিস্থিতিতে এবার হাওয়া অফিসের তরফ থেকে জানিয়ে দেওয়া হল কেমন থাকবে প্রজাতন্ত্র দিবসের দিন (Republic Day Weather Update)।

Advertisements

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রাজ্যে বিপুল পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার ফলেই এমন বৃষ্টির দেখা মিলেছে। মূলত ঝাড়খণ্ড, ছত্রিশগড়, কর্ণাটকের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই অক্ষরেখা বৃহস্পতিবার থেকে সরে যাবে এবং অক্ষরেখা সরে যাওয়ার ফলে বৃহস্পতিবার থেকে আর দক্ষিণবঙ্গের কোথাও কোনরকম বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং ছাড়া আর কোন জেলায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আগামী পাঁচ দিন। মূলত এই কয়েকটি দিন আবহাওয়া শুষ্ক থাকবে। আর আবহাওয়া শুষ্ক হওয়ার সঙ্গে সঙ্গে নামবে তাপমাত্রার পারদ।

Advertisements

আরও পড়ুন ? Winter Update: লেপ, কাঁথাতেও হবে না! আগামী কয়েকদিন ব্যাপক শীত পড়বে দক্ষিণবঙ্গে, তাপমাত্রা নামবে এত ডিগ্রীতে

অন্যদিকে যেহেতু বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে তাই বৃহস্পতিবার এবং শুক্রবার হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রার পতন হতে পারে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত। পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রার পারদের পতন হতে পারে আরও বেশি।

হাওয়া অফিসের এই পূর্বাভাস থেকে স্পষ্ট, আগামী শুক্রবার অর্থাৎ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন বৃষ্টির মুখোমুখি হতে হবে না দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলাকে। তবে ঠান্ডার প্রকোপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে পশ্চিমের বেশ কিছু জেলায় কনকনে ঠান্ডার মুখোমুখি হতে হবে বাসিন্দাদের। আর এই তাপমাত্রা আগামী দিন পাঁচেক একই রকম থাকবে বলেই জানানো হয়েছে।

Advertisements