Hasir Alo: দিতে হবে না ৭৫ ইউনিট বিদ্যুতের বিল, রাজ্য সরকারের এই প্রকল্প অনেকেই জানেন না

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে আর বিদ্যুৎ (Electric) ছাড়া কোন কিছুই চলে না। বাড়ির আলো থেকে শুরু করে ফ্যান, টিভি, ফ্রিজ, এসি সব কিছুই বিদ্যুতে চলে। তবে এই সকল জিনিসপত্র চালানোর পর মাসের শেষে যে বিদ্যুতের বিল আসে সেই বিল (Electric Bill) দেখে অনেকের মাথায় হাত পড়ে যায়। তবে অনেকেই জানেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পের মধ্য দিয়ে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে।

Advertisements

পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এই প্রকল্প ২০২০ সালে চালু করেছিলেন। হাসির আলো (Hasir Alo) প্রকল্প চালু হওয়ার পর ইতিমধ্যেই এখনো পর্যন্ত কয়েক লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন বলে জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এই প্রকল্প সবার জন্য নয়, এই প্রকল্প সেই সকল মানুষদের জন্য যারা নিম্নবিত্ত শ্রেণি থেকে উঠে এসেছেন। চলুন এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত বেশ কিছু তথ্য জেনে নেওয়া যাক।

Advertisements

এই প্রকল্পের আওতায় যে সকল পরিবারগুলি থাকবে তারা ০.৩ কিলোওয়াটের ক্ষমতাসম্পন্ন গৃহস্থদের বিদ্যুৎ পরিষেবায় ৭৫ ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। তিন মাসের জন্য এই ৭৫ ইউনিট বিদ্যুৎ দেওয়া হয়। অর্থাৎ এই প্রকল্পের আওতায় যে সকল পরিবারগুলি রয়েছে তাদের যদি প্রতি তিন মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিল আসে তাহলে এক পয়সাও খরচ করতে হবে না। তবে তার বেশি বিল এলে তার জন্য বাড়তিটুকুর খরচ দিতে হবে।

Advertisements

আরও পড়ুন ? New Power Plant in WB: লোডশেডিং কি জিনিস ভুলে যাবেন বাসিন্দারা! বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য

এই প্রকল্পের আওতায় কোন কোন পরিবারগুলি সুবিধা পাবেন? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হাসির আলো প্রকল্পের আওতায় সেই সকল পরিবারগুলি সুবিধা পাবেন যাদের অন্ত্যোদয় অন্ন যোজনা বা BPL তালিকাভূক্ত রেশন কার্ড রয়েছে। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে সেই সকল পরিবারগুলিকে সুবিধা দেওয়া হবে যারা সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন। এই প্রকল্পের মধ্য দিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া ওই সকল পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

এই প্রকল্পে নাম নথিভূক্ত করার সবচেয়ে বড় সুযোগ হল দুয়ারে সরকার ক্যাম্প। এছাড়াও নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়েও যোগাযোগ করা যেতে পারে। সেখানে এই প্রকল্পে আবেদন করার জন্য একটি আবেদন পত্র দেওয়া হবে এবং সেই আবেদন পত্র সঠিকভাবে ফিলাপ করে যাবতীয় তথ্য জমা দেওয়ার পরিপ্রেক্ষিতেই এই কানেকশন দেবে বিদ্যুৎ দপ্তর।

Advertisements