নিজস্ব প্রতিবেদন : যাত্রী নিরাপত্তা থেকে শুরু করে বিমান পরিচালনার ক্ষেত্রে যে সকল সঠিক পরিকাঠামোর প্রয়োজন হয় তার দিকে নজরদারি চালায় ডিজিসিএ (DGCA)। বিমান পরিচালনার ক্ষেত্রে কোনো রকম কোথাও খামতি দেখলেই সরাসরি ওই সংস্থাকে জরিমানা থেকে শুরু করে অন্যান্য শাস্তি দেওয়া হয়। ঠিক সেই রকমই এবার টাটাদের (Tata Group) এয়ার ইন্ডিয়া (Air India Penalty) কোটি টাকার বেশি জরিমানার মুখোমুখি হল।
ডিজিসিএ-এর বিবৃতি থেকে জানা গিয়েছে, এক এয়ার লাইন কর্মচারীর কাছ থেকে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট পাওয়ার পরই কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে ওই বিষয়ে তদন্ত করা হয়। এরপরই এই জরিমানা করা হয়। এয়ার ইন্ডিয়াকে ১.১০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছাড়াও অনিয়মিত উড়ানের অভিযোগ উঠেছিল সংস্থার বিরুদ্ধে। যিনি এই অভিযোগ করেছিলেন তিনি আবার এয়ার ইন্ডিয়ারই প্রাক্তন কর্মী বলে জানা গিয়েছে।
এমন জরিমানার পরিপ্রেক্ষিতে ডিজিসিএ যে বিবৃতি দিয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, এয়ার ইন্ডিয়ার এক প্রাক্তন কর্মীই নিরাপত্তা সংক্রান্ত এমন নিয়ম লঙ্ঘনের বিষয়েই প্রতিবেদন জমা দিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ওই কর্মীর তরফ থেকে যে অভিযোগ দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল, কিছু দূরপাল্লার রুটে air india নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মানছে না। এই অভিযোগে তদন্ত করে ডিজিসিএ।
আরও পড়ুন ? Air India Flight: এয়ার ইন্ডিয়া যাত্রীদের জন্য সুখবর, ফিরছে এই সকল লাক্সারি ফিচার
অন্যদিকে তদন্তে প্রাথমিকভাবে অসম্মতি জানিয়েছিল এয়ার ইন্ডিয়া। এর পরিপ্রেক্ষিতে এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল ডিজিসিএ। এর পরিপ্রেক্ষিতে যে প্রতিক্রিয়া পাওয়া যায় সেই প্রতিক্রিয়া যথাযথভাবে পরীক্ষা করা হয় এবং দেখা যায়, লিজ নেওয়া বিমানগুলির কার্যকলাপ যথাযথ নয়। এর পরিপ্রেক্ষিতেই ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে।
১.১০ কোটি টাকা জরিমানা করার আগে আবার ডিজিসিএ গত সপ্তাহে এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা করেছিল। গত সপ্তাহে ৩০ লক্ষ টাকা জরিমানা করার পিছনে যে কারণ ছিল তা হল সংস্থার বিমানের পাইলট রোস্টারে গন্ডগোল ছিল। আসলে কুয়াশার মরশুমে বিশেষ রোস্টার তৈরি করতে হয়। যাতে করে বিমান চলাচলের ক্ষেত্রে কোন অসুবিধা না হয়। কিন্তু এই নিয়ম অমান্য করার জন্য ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয় এয়ার ইন্ডিয়াকে। অন্যদিকে একই কারণে জরিমানার মুখোমুখি হয়েছিল স্পাইস জেট।