নিজস্ব প্রতিবেদন : সরকারি চাকরি (Government Job) পাওয়ার জন্য প্রতিটি বেকার যুবক-যুবতীরা মুখিয়ে থাকেন। আবার সেই সরকারি চাকরি যদি রেলে (Indian Railways) হয়ে থাকে তাহলে তো আর বলার কিছু নেই। কেননা রেলে চাকরি (Indian Railways Job) পেলে যেমন মোটা অংকের টাকা বেতন হিসেবে পাওয়া যায় ঠিক সেই রকমই বিভিন্ন সুবিধা পাওয়া যায়, যা অন্যান্য সরকারি কর্মচারীরাও পান না।
যে সকল চাকরি প্রার্থীরা রেলে চাকরির জন্য মুখিয়ে থাকেন তাদের জন্য এবার ভারতীয় রেলের তরফ থেকে বড় সুখবর দেওয়া হয়েছে। কেননা রেলের তরফ থেকে ৫৬৯৬ জন সহকারী চালক নিযুক্ত করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সম্প্রতি এই বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী যারা চাকরির জন্য মুখিয়ে রয়েছেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন।
https://indianrailways.gov.in/ ওয়েবসাইটে বিপুলসংখ্যক এই চাকরির নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন এবং এই ওয়েবসাইটেই অনলাইনে চাকরি প্রার্থীরা চাকরির আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২০ জানুয়ারি থেকে এবং তা চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন ? UCO Bank Recruitment: সরকারি ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ! নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ইউকো ব্যাঙ্ক
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে বিজ্ঞপ্তি জারি করেছে তা থেকে জানা যাচ্ছে, মহিলা পুরুষ নির্বিশেষে এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। আবেদন জানানোর ক্ষেত্রে ইচ্ছুক চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। আবেদন করার ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে।
আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের https://indianrailways.gov.in/ ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে থাকা নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর নতুন একটি পেজ খুলবে এবং রেজিস্ট্রেশন করার অপশন থাকবে। সেখানে ক্লিক করার পর একটি নির্দিষ্ট ফর্ম সামনে আসবে এবং সেটি খুব ভালোভাবে ফিলাপ করে আইডি ও পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। এরপর রেলের সহকারি লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তিতে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর অনলাইনেই ফি জমা দিতে হবে আর প্রক্রিয়া শেষে প্রাপ্তি স্বীকারের যে নথি সামনে আসবে সেটি ডাউনলোড অথবা স্ক্রিনশট করে রাখতে হবে।