নিজস্ব প্রতিবেদন : রীতি মেনে চলতি বছরও প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্ম সম্মান প্রাপ্তদের (Padma Award 2024) নাম ঘোষণা করা হয়। এবার পদ্ম প্রাপ্তদের তালিকা সামনে আসতেই দেখা যায়, নাম রয়েছে প্রান্তিক এলাকার বিভিন্ন সমাজসেবী থেকে শুরু করে শিল্পীদের। একইভাবে প্রান্তিক এলাকা থেকে জায়গা পেয়েছেন পুরুলিয়ার গাছ দাদু (Padma Award 2024 Gaach Dadu)। প্রশ্ন হল তিনি কি এমন কাজ করেছেন যার জন্য তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করছে কেন্দ্র?
গাছ দাদুর আসল নাম দুখু মাঝি (Dukhu Majhi)। তিনি পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের প্রত্যন্ত এলাকার সিন্দ্রির বাসিন্দা। ৭৮ বছর বয়সে তিনি এমন সম্মানে সম্মানিত হতে চলেছেন দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে। তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বেছে নেওয়া হয়েছে মূলত সামাজিক কাজকর্মের জন্য।
এই মানুষটি পরিবেশকে রক্ষা করার জন্য পাঁচ হাজারের বেশি গাছ লাগিয়েছেন। তিনি যেভাবে এবং যে সকল জায়গায় এই বিপুল সংখ্যক গাছ লাগিয়েছেন তা জানলে আপনিও এমন মহান ব্যক্তিটিকে স্যালুট জানাবেন। তিনি সাইকেল চালিয়ে প্রতিদিন ছুটে যেতেন নতুন নতুন জায়গায়। রুক্ষ্ম, ন্যাড়া জমি, যে সকল জায়গায় আমরা গাছ জন্মাতে পারবে কিনা তা নিয়ে চিন্তা করি, সেই সকল জায়গাতেই তিনি বেছে নিয়েছিলেন বৃক্ষরোপণের জন্য।
কেন্দ্র সরকারের তরফ থেকে তাকে পদ্মশ্রী সম্মান দেওয়ার জন্য বেছে নেওয়ার পাশাপাশি উল্লেখ করা হয়েছে, একজন পরিবেশবিদ যিনি বৃক্ষরোপণ করতে এবং সবুজ ভবিষ্যতের জন্য সচেতনতা বৃদ্ধি করতে জীবনের ৫০ টা বছর পার করে দিয়েছেন তাকে উৎসর্গ করে এই সম্মান দেওয়া হচ্ছে। একবার ভাবুন, যে ৫০ বছরে মানুষ নিজেদের নিয়ে ব্যস্ত থাকেন, চিন্তায় থাকেন সেই ব্যক্তিটি সমাজের জন্য কাজ করে চলেছেন।
জানা যায়, গাছ দাদু দুখু মাঝির যখন ১২ বছর বয়স ছিল তখন থেকেই শুরু হয়েছিল তার এই লড়াই। ৭৮ বছর বয়সে পৌঁছেও তিনি তার লড়াই থামাননি এবং নিজের কর্তব্যে অবিচল। তিনি আজও সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন এবং কোথাও কোন জায়গা ফাঁকা অবস্থায় দেখলেই সেখানে নতুন গাছ লাগানোর পরিকল্পনা করে ফেলেন ও সেটিকে বাস্তবায়িত করেন। তিনি আজ পর্যন্ত যে সকল গাছ লাগিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বটগাছ, আমগাছ, জাম গাছ ইত্যাদি।