Bank Scam of withdrawing money from the account without OTP has been detected by the Central Govt: বর্তমানে আমাদের দেশে ক্রমেই বেড়ে চলেছে সাইবার ক্রাইম। সরকারের বিভিন্ন পদক্ষেপকে নিমেষেই শেষ করে দিচ্ছে একাধিক হ্যাকাররা। সেইজন্য ভারত সরকার আবার নতুন পদক্ষেপ নিয়ে এসেছে বিভিন্ন হ্যাকারদের আটকানোর জন্য। কিভাবে বিভিন্ন গ্রাহকদের অ্যাকাউন্ট (Bank Scam) থেকে সহজেই টাকা সরে যাচ্ছে সেটাই এখন আটকানোর দরকার। সাধারণ জনগণের নিরাপত্তার জন্যই সরকার নিয়ে এলো এই নয়া পদক্ষেপ। সাইবার ক্রাইম থেকে মানুষকে রক্ষা করতে কি নতুন সতর্কতা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়? আজকের প্রতিবেদনে আপনি পেয়ে যাবেন তার বিস্তারিত খবর।
সাধারণ মানুষকে আগের থেকে কিছু কিছু বিষয়ে আরো সচেতন হতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে সতর্কতা জারি করেছে সেটা অনুযায়ী অনেক সময় দেখা যায় ব্যবহারকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ খালি হয়ে যাচ্ছে (Bank Scam) আবার অনেক ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে ওটিপিও চাওয়া হয় না। সারাজীবনের জমানো টাকা নিমেষের মধ্যেই চলে যায় অন্যের কাছে। প্রতিনিয়ত হ্যাকাররা নতুন ধরনের পদ্ধতির দ্বারা মানুষের ক্ষতি করে চলেছে।
সম্প্রতি হ্যাকাররা বিভিন্ন মানুষের ফোনে একটি মেসেজ পাঠাচ্ছে। যারফলে আপনি হ্যাকিং থেকে বাঁচতে চান অবশ্যই করুন এই কাজটি। হ্যাকারদের পাঠানো মেসেজে থাকছে একটি নাম্বার আর নম্বরটি ডায়াল করলেই ঘটে যেতে পারে চরম বিপর্যয়। এটাই কিন্তু ব্যাংক স্ক্যামিংয়ের (Bank Scam) নতুন একটি উপায় যা সাধারণ মানুষ বুঝতেই পারেনা। ধরুন আপনাকে কল করতে বলা হয়েছে *401#99963….45 নম্বরে। যদি আপনার কাছেও এমন কোনও মেসেজ আসে, তাহলে আপনাকে খুব সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন ? Aadhaar Biometric Fraud: আধার বায়োমেট্রিকে ঘটে চলেছে নতুন নতুন জালিয়াতি! জানুন রক্ষা পাওয়ার উপায়
যদি আপনি একবার এই নম্বরে ডায়াল করে ফেলেন তাহলে কি হবে জানেন কি? খুব সহজেই আপনার ফোনের সমস্ত অ্যাক্সেস তাদের কাছে পৌঁছে যাবে। ফলে তখন আপনি ফোনে কী কী করছেন, হ্যাকার বা স্ক্যামার সমস্তটা জানতে পারছে। ঠিক তার পরবর্তী সময়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে নিমেষে। ফোনে কিন্তু কোনরকম OTP আসবে না, অথচ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Scam) থেকে সমস্ত তথ্য উধাও হয়ে যাবে।
এই জালিয়াতি থেকে সাধারণ মানুষ বাঁচবেন কিভাবে? এই ধরনের স্ক্যাম থেকে নিজেকে রক্ষা করতে চাইলে সন্দেহজনক কোনো রকম মেসেজের রিপ্লাই দেবেন না। কারণ ফোন বা সিম কার্ড হ্যাক হলে আপনি ফোনে কোন রকম তথ্য পাবেন না। বিভিন্ন সময়ে হ্যাকাররা ফোনে অনেক রকম অ্যাপ ডাউনলোড করতে বলে যা অচিরেই ডেকে আনবে আপনার বিপদ। আসলে এটি একটি VPN অ্যাপ, যা আপনার ফোন থেকে সমস্ত ডেটা চুরি করে। তাই ভুলেও অচেনা নম্বর থেকে আসা কোনও লিঙ্কে ক্লিক করবেন না।