নিজস্ব প্রতিবেদন : গত দুদিন ধরেই ফের চর্চায় এসেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। নীতিশ কুমারের এমন চর্চায় আসার মূল কারণ হলো নতুন করে পাল্টির জল্পনা তুলে দেওয়া। একবার বিজেপি বিরোধী জোট, আরেকবার বিজেপি জোট! বিভিন্ন সময় নীতিশ কুমারকে এমন ঘোল খাওয়াতে দেখা গিয়েছে। আর এবারও সেই রকমই জল্পনা তৈরি হয়েছে। তিনি নাকি এবার খুব তাড়াতাড়ি আরজেডি ও ইন্ডিয়া জোটের সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে হাত ধরতে চলেছেন।
নীতিশ কুমারের নতুন করে পাল্টি খাওয়ার জল্পনা তৈরি হওয়ার পর থেকেই দেশের মানুষদের মধ্যে শুরু হয়েছে নানান কৌতুহল। সেই সকল কৌতূহলের মধ্যে অন্যতম হলো, ফের একবার বিজেপির হাত ধরলে তিনি কি বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন, মুখ্যমন্ত্রী হিসাবে অন্য কাউকে বসানো হবে বিহারের কুর্সিতে? একইভাবে আরও একটি কৌতুহল তৈরি হয়েছে আর সেই কৌতূহলটি হলো বারবার পাল্টি খাওয়া নীতিশ কুমারের সম্পত্তির (Nitish Kumar Property) পরিমাণ কত?
নীতিশ কুমার কত টাকার মালিক অর্থাৎ তার কত পরিমাণ সম্পত্তি রয়েছে তা সম্পর্কে দিন কয়েক আগেই বিহারের মন্ত্রিপরিষদের সচিবালয় বিভাগের ওয়েবসাইটে তথ্য আপলোড করা হয়। সেই তথ্য থেকেই জানা যাচ্ছে, নীতিশ কুমারের সম্পত্তির তালিকায় শুধু অর্থ, সোনাদানা, গাড়ি বাড়ি, জায়গা পায়নি, পাশাপাশি জায়গা পেয়েছে গরু-বাছুরও। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঠিক কি কি সম্পত্তি রয়েছে তার এবং তিনি ঠিক কত টাকার মালিক।
সরকারি ওই ওয়েবসাইটের তথ্য থেকে জানা গিয়েছে, নগদ হিসাবে তথ্য পেশ করার সময় তার হাতে ছিল ২২ হাজার ২৫২ টাকা। এছাড়াও ব্যাংকে থাকা টাকার পরিমাণ ৪৯ হাজার ২০২ টাকা। বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেও টাকার পরিমাণ ওইটুকুই। তিনি একটি ফোর্ড ইকোস্পোর্ট গাড়ি ব্যবহার করেন, যার মূল্য ১১ লক্ষ ৩২ হাজার টাকা তার কাছে রয়েছে দুটি সোনা ও একটি রুপোর আংটি। যেগুলির মূল্য হল ১ লক্ষ ৪৫ হাজার টাকা।
এছাড়াও তিনি তার সম্পত্তির হিসাবে উল্লেখ করেছেন তার কাছে রয়েছে ১৩টি গরু এবং ১০টি বাছুর। যাদের বাজার মূল্য ১ লক্ষ ৪৫ হাজার টাকা। নীতিশ কুমারের রয়েছে ট্রেডমিল, মাইক্রোওয়েভ ওভেনের মতো অস্থাবর সম্পত্তি। তার স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে একটি ফ্ল্যাট, যেটি তিনি ২০০৪ সালে ১৩ লক্ষ ৭৮ হাজার টাকায় কিনেছিলেন। এখন এই ফ্ল্যাটটির বাজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৪৮ লক্ষ টাকা। এইসব মিলিয়ে নীতিশ কুমারের মোট সম্পত্তির পরিমাণ এই বছর দাঁড়িয়েছে ১ কোটি ৬৪ লক্ষ টাকা। গত বছর তার এই সম্পত্তির পরিমাণ ছিল ৭৫ লক্ষ ৩৩ হাজার টাকা। তবে এক বছরে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাওয়ার মূল কারণ হলো ফ্ল্যাটের দাম বৃদ্ধি পাওয়া।