নিজস্ব প্রতিবেদন : শীতের মরশুমে জানুয়ারি মাসে দফায় দফায় বৃষ্টির মুখোমুখি হয়েছে রাজ্য। এমনকি মাসের শেষে এসেও ফের বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে। জানুয়ারি মাসের শেষ লগ্নে রাজ্যের একাধিক জেলা বৃষ্টির মুখোমুখি হবে এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। রবিবার থেকেই বৃষ্টির দেখা মিলবে রাজ্যের বিভিন্ন জেলায়। চলুন দেখে নেওয়া যাক আবহাওয়ার লেটেস্ট আপডেট (Rainfall latest Update) এবং কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হওয়ার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করার ফলে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের একাধিক জেলা বৃষ্টির মুখোমুখি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
বৃষ্টি নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে যে লেটেস্ট আপডেট পাওয়া গিয়েছে, সেই আপডেট থেকে জানা যাচ্ছে, রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবলমাত্র উত্তরের দার্জিলিং জেলায়। বাকি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি শুষ্ক থাকবে। দার্জিলিং বাদে রাজ্যের আর কোন জেলায় রবিবার বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
আরও পড়ুন ? Rainfall Forecast South Bengal: রেডি রাখুন ছাতা! ফের এই দিন থেকে ঝেঁপে আসছে বৃষ্টি
সোমবার বৃষ্টির পরিধি বাড়বে। সোমবার বৃষ্টি হবে মূলত উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতেই। ঐদিন বৃষ্টির মুখোমুখি হবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের মত তিনটি জেলা। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে এবং উত্তর ও দক্ষিণবঙ্গের আর কোন জেলায় কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই।
মঙ্গলবার বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের পাঁচটি জেলা। মূলত ওই দিন বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। এই পাঁচটি জেলা ছাড়া উত্তর ও দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
৩১ জানুয়ারি বুধবার বৃষ্টির দেখা মিলবে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি ছাড়াও দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের যে পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং নদীয়া। বাকি অন্যান্য জেলাগুলি শুষ্ক থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই।