নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল তাদের বিভিন্ন ধরনের ট্রেনের মাধ্যমে প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষকে গন্তব্যে পৌঁছে দেয়। ভারতীয় রেলের (Indian Railways) এমন গুরুত্বের কথা মাথায় রেখে রেল পরিষেবাকে গণপরিবহনের লাইফ লাইন বলা হয়। চাহিদা এবং গুরুত্বের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে প্রতিমুহূর্তেই তাদের পরিষেবায় বৈপ্লবিক সব পরিবর্তন আনা হচ্ছে। ঠিক সেই রকমই এবার লোকাল ট্রেনের কামরাতেও পরিবর্তন আনা হলো।
পূর্ব রেলের তরফ থেকে প্রথম ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের দিন হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনে চালু করা হলো ‘অ্যালস্টম’ UMU কামরা। এই ধরনের কামরায় যাত্রীদের সুরক্ষার জন্য যেমন সিসিটিভি ক্যামেরা রয়েছে ঠিক সেই রকমই রয়েছে নানান ধরনের সুবিধা। নতুন এই কামরা উদ্বোধন উপলক্ষে পূর্ব রেলের তরফ থেকে যাত্রীদের লাড্ডু ও মিষ্টি বিতরণ করা হয়।
এই ধরনের লোকাল ট্রেনে যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা ও ডিসপ্লে বোর্ড। লোকাল ট্রেনের এই কামরাগুলি তৈরি করা হয়েছে সম্পূর্ণভাবে স্টিল দিয়ে। এর ফলে ট্রেনগুলি যেমন মজবুত, ঠিক সেই রকমই অগ্নিনিয়ন্ত্রক। এছাড়াও এই সকল কামরায় রয়েছে এয়ার স্প্রিং ব্যবস্থা। যা যাত্রাকালীন অভিজ্ঞতা হবে অনেক সুবিধাজনক। এর পাশাপাশি এই রেকগুলিতে মহিলাদের কামরায় রয়েছে প্যানিক বটন।
সিসিটিভি ক্যামেরা এবং প্যানিক বটন থাকার ফলে এই ধরনের লোকাল ট্রেনের মহিলা যাত্রীরা আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত হবেন তা নিয়ে কোন সন্দেহ নেই। যাত্রার সময় যদি কোন সমস্যা হয় তাহলে মহিলা যাত্রীরা সরাসরি প্যানিক বটন টিপে রেল কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই ট্রেনটিতে যে সকল সুবিধা রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিসি ক্যামেরা এবং প্যানিক বটন।
অন্যদিকে এই লোকাল ট্রেনের কামরাগুলিতে রয়েছে হাতে আঁকা ছবি। কামরার দেওয়ালের পাশাপাশি যাত্রীদের বসার সিটের সামনেও এই ধরনের ছবি আঁকা হয়েছে। কামরার ভিতরের পাশাপাশি কামরার বাইরেও দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ভগৎ সিং সহ অন্যান্য বিপ্লবীদের ছবি আঁকা হয়েছে।