নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েকটি দিন তারপরেই শুরু হতে চলেছে পড়ুয়াদের জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক (Madhyamik Examination)। ইতিমধ্যেই জীবনের প্রথম বড় পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য প্রস্তুতি শেষ পর্যায়ে এনে ফেলেছে পড়ুয়ারা। তবে পরীক্ষা শুরু হওয়ার আগে এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে রিপোর্টিং টাইম নিয়ে একটি নির্দেশিকা (Madhyamik Examination New Update) জারি করল।
অন্যান্য বছরের তুলনায় এই বছরের মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন বদল আনা হয়েছে। সেই সকল বদলের মধ্যে অন্যতম বদল হলো পরীক্ষা শুরু ও শেষ হওয়ার সময়। আগে যেখানে দুপুর ১২টার সময় পরীক্ষা শুরু হতো এবং শেষ হতো দুপুর ৩:১৫ তে, তা এই বছর আর হবে না। এই বছর পরীক্ষা শুরু হবে সকাল ৯ঃ৪৫ মিনিটে এবং শেষ হবে দুপুর ১ টার সময়।
পরীক্ষার সময় বদলানো অর্থাৎ এগিয়ে আনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে পর্ষদ। ঠিক সেই রকমই এবার রিপোর্টিং টাইমের ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে এবং নির্দেশিকা জারি করা হয়েছে তা শিক্ষক-শিক্ষিকাদের জন্য। পর্ষদের নির্দেশ মধ্যেই রাজ্যের প্রতিটি জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই নির্দেশিকা অনুযায়ী শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে।
নতুন যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে, সকাল আটটার মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে। এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে পরীক্ষার দিনগুলিতে। এক্ষেত্রে কোন শিক্ষক-শিক্ষিকা যদি সকাল আটটার পর স্কুলে আসেন তাহলে সেই বিষয়টি রিপোর্ট আকারে পর্ষদকে পাঠাতে হবে। অর্থাৎ পরীক্ষার সময় এগিয়ে আসার পাশাপাশি স্কুলে ঢোকার সময়ও এগিয়ে এলো শিক্ষক-শিক্ষিকাদের।
শিক্ষক-শিক্ষিকরা যেমন সকাল আটটার মধ্যে স্কুলে প্রবেশ করতে বাধ্য ঠিক সেইরকমই পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটার পর স্কুলে ঢুকতে পারবে। এই সমস্ত নিয়ম মেনে চলার পাশাপাশি পরীক্ষার্থীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য পর্ষদের তরফ থেকে জেলাভিত্তিক এবং রাজ্যভিত্তিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর পেতে এই প্রতিবেদনের তিন নম্বর প্যারার পর থাকা লিঙ্কে ক্লিক করুন।