Finance Minister Nirmala Sitharaman is going to present the Vote on Account Budget in March 2024: যেকোনো দেশের বাজেট নির্ধারণ করে সেই দেশের আর্থিক পরিস্থিতি। একটি দেশ পরিচালনার ক্ষেত্রে আর্থিক বাজেটের একান্ত প্রয়োজন। তবে বাজেট নির্ধারণ করা কিন্তু সহজ কথা নয়। আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই কাজটি দক্ষতার সঙ্গে সম্পন্ন করে আসছেন। এমনকি এই কাজটি যাতে সঠিকভাবে পরিচালনা করা যায় তার জন্য তিনি গঠন করেছেন একটি ‘বাজেট আর্মি’। এর সদস্য সংখ্যাগুলো ৫। তবে এই বছর পেশ হতে চলেছে অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট (Vote on Account Budget)।
কিন্তু মাত্র চার মাসের জন্যই কার্যকর হবে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন এরকম অদ্ভুত নিয়ম? আসল কারণ কি বিস্তারিতভাবে সেটা আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে। সামনে আমাদের দেশে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নিয়ে ইতিমধ্যেই জল্পনা কিন্তু তুঙ্গে। সারা দেশে আগামী নির্বাচন নিয়ে প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গেছে। নির্বাচনের পর নবনির্বাচিত সরকার নতুন বাজেট পেশ করবে সেই জন্যই অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট (Vote on Account Budget) পেশ করবে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
নির্বাচন হওয়ার পর নবনির্মিত সরকার আর্থিক বাজেট পেশ করবে সম্ভবত জুলাই মাসে। সাধারণত ভারতীয় সংবিধান অনুসারে যে বছর নির্বাচন সংগঠিত হবে সেই বছর অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়ে থাকে (Vote on Account Budget)। কেন্দ্রীয় সরকারের পেশ করা বাজেটে সরকারের আয়-ব্যয়ের সমস্ত চিত্র তুলে ধরা হবে। এখন শুধুই অপেক্ষা আসন্ন বাজেট কেমন হয় সেটা দেখার।
আরও পড়ুন ? LPG Price: ৪০০ টাকায় রান্নার গ্যাস! বড় পরিকল্পনা কেন্দ্রের, সুখবর আসতে চলেছে এই মাসে
আগামী মাসে পেশ হওয়া অন্তর্বর্তী বাজেটে (Vote on Account Budget) কিছু কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। জাতীয় নির্বাচন কমিশনের কড়া নিয়ম আছে যে, অন্তর্বর্তী বাজেটে কখনোই এমন কিছু উল্লেখ করা যাবে না। অর্থাৎ ভোটারদের কোনোভাবেই প্রভাবিত করা যাবে না। নির্বাচনের আগেই প্রকাশ্যে আসবে এই অন্তর্বর্তী বাজেট।
আসন্ন বাজেটে হয়তো কোনরকম বিশেষ ঘোষণা হবেনা এটাই আশা করা যায়। কারণ কয়েকদিন বাদেই নয়া বাজেট কার্যকর হতে চলেছে। এই কারণে অন্তর্বর্তী বাজেটে করের কাঠামো বা কোনও গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তন করা হয় না। ফেব্রুয়ারি মাসের ১লা তারিখেই গোটা দেশ দেখতে পারবে অন্তর্বর্তী বাজেট।