Scooter Safety Device: স্কুটার হোক বা বাইক, সিট বা চাকায় এই ছোট্ট ডিভাইস লাগালেই অনেক চিন্তা হয় দূর

Prosun Kanti Das

Published on:

Advertisements

By installing this safety device on the scooter, many worries are removed: প্রত্যেকটা মধ্যবিত্তের দুই চাকার স্বপ্ন অবশ্যই থাকে এবং তা পূরণ করেন অনেকেই। বাইকের থেকেও সহজলভ্য ও মাইলেজ ভালো দেয় বলে স্কুটারকে সবাই বেশি পছন্দ করে। কিন্তু এই পরিশ্রমের টাকা দিয়ে কেনা দুই চাকাকে কিভাবে সুরক্ষিত রাখতে হবে জানা আছে কি আপনার? রাতের অন্ধকারে আপনার সাধের স্কুটারের সঙ্গে কী হচ্ছে তা আপনি কিভাবে জানবেন? আবার কোথাও গেলে এই স্কুটার চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাহলে এইসব সমস্যা থেকে বাঁচার উপায় কি (Scooter Safety Device)?

Advertisements

স্কুটারের মতো টু হুইলারকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ তাই জন্য পুরুষ ও মহিলা উভয়েরই এটি পছন্দ। এছাড়া, ভালো মাইলেজও পাওয়া যায় এবং তেল খরচের প্রভাব খুব একটা চাপ দেয়না পকেটে। তাই কষ্টের টাকা দিয়ে কেনা এই দুই চাকাকে সব সময় সুরক্ষিত রাখতে চাইবে প্রত্যেকটা মানুষ। এক্ষেত্রে আপনার কাজে আসতে পারে এই সব ডিভাইস (Scooter Safety Device)। আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় হলো এইসব ডিভাইসগুলো।

Advertisements

বিভিন্ন ডিভাইসগুলির (Scooter Safety Device) মধ্যে অন্যতম হলো এটি। যদি নিজের স্কুটার সুরক্ষিত ও নিরাপদ রাখতে চান তাহলে এটি একটি কার্যকরী উপায়। আপনার টাকা দিয়ে কেনা স্কুটার যাতে কোনোভাবে অসাধু লোকেদের হাতে না যায় সেইজন্য একাধিক লক ব্যবহার করতে পারেন। যখন আপনার স্কুটার নিরিবিলি এলাকায় থাকবে কিংবা ঝুঁকি রয়েছে এমন এলাকায় থাকলে অবশ্যই একাধিক লক ব্যবহার করুন। এছাড়া, কিল সুইচ লাগালে স্পার্ক প্লাগ থেকে বিদ্যুৎ সরবরাহ আটকে দেয়। যারফলে মোটরসাইকেলের ইঞ্জিন স্টার্ট হয় না। আপনি যতক্ষণ ওই কিল সুইচ বন্ধ না করা হচ্ছে ততক্ষণ স্টার্ট হবে না। চুরির হাত থেকে রক্ষা পেতে এটি একটি কার্যকরী ডিভাইস।

Advertisements

আরও পড়ুন ? Ather Energy Scooter: পুরো পরিবারকে নিয়ে এবার ছুটবে স্কুটার! আসছে XXXL সাইজের ই-স্কুটার

আরেকটি গুরুত্বপূর্ণ ডিভাইস হল, যখন বাড়ির কেউ আপনার স্কুটার নিয়ে বেরোবে কিংবা কোনও বন্ধুকে আপনার স্কুটার চালাবে তখনও আপনি নজর রাখতে পারবেন। আপনার স্কুটার কোন লোকেশনে আছে অথবা এলাকার সীমানার বাইরে গেছে কিনা তা জানতে পারবেন বাড়ি বসেই। স্কুটারের লোকেশন ট্র্যাক করার জন্য এরথেকে ভালো ডিভাইস (Scooter Safety Device) আর হতে পারেনা। এই জিপিএস সিস্টেম স্কুটির সিটের নিচে ইনস্টল করতে পারেন।

উল্লেখযোগ্য ডিভাইসগুলোর মধ্যে আরেকটি হলো অ্যান্টি-থেফট এলার্ম। আপনি চুরির হয় থেকে রক্ষা পেতে এই ডিভাইস ব্যবহার করুন। যখনই কোনও চোর বা অসাধু ব্যক্তিরা স্কুটার নিয়ে টানাটানি করবে এই এলার্ম বেজে উঠবে। এক্ষেত্রে কার এলার্মের থেকে আলাদা নির্দিষ্ট মোটরসাইকেল এলার্ম আপনি বেছে নিতে পারেন। তবে কোনও ফলস এলার্ম যেন না হয়। আপনি চাইলে অনলাইন বা অফলাইন দুভাবেই কিনতে পারবেন এই ডিভাইস।

Advertisements