নিজস্ব প্রতিবেদন : ভারতবর্ষে যে সকল পর্যটন এবং তীর্থক্ষেত্র রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো উড়িষ্যার পুরী (Puri)। সমুদ্র সৈকত হোক অথবা জগন্নাথ দেবের টানে সারা বছরই এই পর্যটন কেন্দ্রটিতে দূর দূরান্ত থেকে পর্যটকদের ভিড় জমাতে দেখা যায়। দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের পুরীতে সমাগম হলেও সবচেয়ে বেশি পর্যটক দেখা যায় পশ্চিমবঙ্গ থেকেই।
অল্প কয়েক দিনের জন্য ছুটি হোক অথবা লম্বা ছুটি, বাঙ্গালীদের বড় অংশ বছরের বিভিন্ন সময় পুরী যেতে পছন্দ করেন। যে কারণে পশ্চিমবঙ্গ থেকে যে সকল ট্রেন পুরীর উদ্দেশ্যে রওনা দেয় অথবা ফিরে আসে সেগুলিতে উপচে পড়া ভিড় দেখা যায়। এমন পরিস্থিতিতে আগামী মার্চ মাস পর্যন্ত ট্রেনের টিকিটের চাহিদার কথা মাথায় রেখে রেলের (Indian Railways) তরফ থেকে একটি স্পেশাল ট্রেন (Puri Special Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাওড়া, শালিমার অথবা শিয়ালদা থেকে প্রতিদিন যে সকল ট্রেন পুরীর উদ্দেশ্যে রওনা দেয় সেগুলিতে গত কয়েক মাস ধরেই টিকিটের আকাল লক্ষ্য করা যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে রেলের তরফ থেকে ৩ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত শিয়ালদা পুরী স্পেশাল ট্রেন চালানো হবে। একইভাবে ৪ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত পুরি শিয়ালদা স্পেশাল ট্রেন চালানো হবে।
রেলের তরফ থেকে এই ট্রেনটি আগেই চালু করা হয়েছিল। তবে এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই তা বৃদ্ধি করে মার্চ মাস পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের সিদ্ধান্ত অনুযায়ী মার্চ মাস পর্যন্ত ট্রেনটি প্রতি সপ্তাহের শনিবার শিয়ালদা থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেবে এবং প্রতি রবিবার পুরি থেকে শিয়ালদা ফিরে আসবে। এই ট্রেনের টিকিট যাত্রীরা অনলাইন অথবা অফলাইন দুই জায়গা থেকেই বুকিং করতে পারবেন।
রেলের এই নতুন ঘোষণার ফলে ০৩১০১ শিয়ালদা পুরী স্পেশাল ট্রেনটি ৯টি বাড়তি ট্রিপ দেবে, একইভাবে ০৩১০২ পুরি শিয়ালদা স্পেশাল ট্রেনটি ৯টি বাড়তি ট্রিপ দেবে। যে সকল যাত্রীরা ফেব্রুয়ারি এবং মার্চ মাসে পুরী ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা এখনো পর্যন্ত টিকিট না পেয়ে থাকলে এই স্পেশাল ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন।