New Train For Ayodhya: অযোধ্যা যাওয়ার নতুন ট্রেন! হাওড়া শিয়ালদা নয়, ছাড়বে এই স্টেশন থেকে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি অযোধ্যায় উদ্বোধন হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দিরের (Ram Mandir)। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষরা অযোধ্যা যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। যে কারণে রেলের (Indian Railways) তরফ থেকেও নানান স্পেশাল ট্রেন চালু করা হয়েছে যাতে পুণ্যার্থীরা সহজেই অযোধ্যা পৌঁছাতে পারেন। অন্যদিকে এই সকল স্পেশাল ট্রেন ছাড়াও একটি ট্রেনের খোঁজ মিলল যেটিতে বাংলা থেকে সহজেই পৌঁছানো যেতে পারে অযোধ্যা (New Train For Ayodhya)।

Advertisements

বাংলা থেকে অযোধ্যা পৌঁছানোর জন্য নতুন যে ট্রেনটির খোঁজ মিলেছে সেটি হাওড়া, শিয়ালদা অথবা কলকাতা স্টেশন থেকে ছাড়বে না। এই ট্রেনটি ছাড়বে মালদা টাউন স্টেশন থেকে। আসলে মালদা থেকে সরাসরি পাঞ্জাব পৌঁছানোর জন্য সোমবার এই ট্রেনের সূচনা হয়েছে এবং ওই ট্রেনটিতে চড়েই পর্যটকরা সহজেই পৌঁছে যেতে পারবেন রাম জন্মভূমি অযোধ্যায়। চলুন দেখে নেওয়া যাক ওই ট্রেনের সময়সূচী।

Advertisements

সোমবার নতুন যে ট্রেনটির সূচনা হয়েছে সেই ট্রেনটি হল ১৩৪৮৩ ফারাক্কা এক্সপ্রেস। মালদহের ডিআরএম বিকাশ চৌবে এবং উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর হাত ধরে এই ট্রেনের সূচনা হয়। এই ট্রেনটিতে সাধারণ স্লিপার ক্লাসের পাশাপাশি থাকছে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর এসি কামরা। এছাড়াও যাত্রীদের জন্য থাকবে অত্যাধুনিক প্যান্টি কার। যাতে করে যাত্রীরা সহজেই খাবার সংগ্রহ করতে পারেন।

Advertisements

আরও পড়ুন ? বাংলা থেকে কিভাবে সহজেই পৌঁছাবেন অযোধ্যার রাম মন্দির! খরচ কত পড়বে!

১৩৪৮৩ ফারাক্কা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে চারদিন মালদা টাউন থেকে ভাটিণ্ডা জংশনের উদ্দেশ্যে রওনা দেবে। সোমবার, মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার এই ট্রেনটি মালদা টাউন থেকে ভাটিণ্ডা জংশনের দিকে রওনা দেবে। মালদা টাউন থেকে ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৭:৩৫ মিনিটে এবং পরদিন বৈকাল ৩:০৬ মিনিটে পৌঁছানো যাবে অযোধ্যা ধাম জংশন।

অন্যদিকে ১৩৪৮৪ ট্রেনে চড়ে অনায়াসেই মালদা টাউন ফিরে আসা যাবে। এই ট্রেনটিও চলবে সপ্তাহে চার দিন। সোমবার, বুধবার, শুক্রবার এবং শনিবার এই চারদিন ট্রেনটি চলবে। ট্রেনটি সকাল ১০:২৩ মিনিটে অযোধ্যা পৌঁছাবে এবং সেখান থেকে যাত্রীদের নিয়ে মালদার উদ্দেশ্যে রওনা দেবে। এই ট্রেনটি পরদিন সকাল ৬:৫০ মিনিটে এসে পৌছাবে মালদা টাউন।

Advertisements