নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুরূহ যারা এখনো পর্যন্ত রেল পরিষেবা ব্যবহার করেননি। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষদের কোন না কোন কাজে ট্রেন সফর করতে হয়। রেল পরিষেবা ব্যবহার করার ক্ষেত্রে ভারতীয় রেলের (Indian Railways) নিয়ম অনুসারে প্রত্যেকের কাছে থাকতে হয় বৈধ টিকিট।
ভারতীয় রেলের টিকিট বুকিংয়ের জন্য যাত্রীরা অনলাইন অথবা অফলাইন দুই মাধ্যম ব্যবহার করতে পারেন। অনলাইন টিকিট বুকিং করার জন্য আইআরসিটিসি (IRCTC) অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহার করতে হয়। অন্যদিকে অফলাইনে টিকিট বুকিং করার জন্য রেলস্টেশনের টিকিট কাউন্টার বা পিআরএস-এ গিয়ে যোগাযোগ করতে হয়।
আবার ট্রেনের টিকিটের ক্ষেত্রেও বেশ কয়েক ধরনের ভাগ রয়েছে। সেই সকল ভাগের মধ্যে একটি হল ফুল টিকিট, একটি হল হাফ টিকিট। হাফ টিকিট (Indian Railways Half Ticket) মূলত নির্দিষ্ট বয়সের শিশুদের জন্য বুকিং করা হয়। রেলের যে নিয়ম রয়েছে তাতে এখন ৫ বছর থেকে ১২ বছর বয়সী সন্তানদের জন্য হাফ টিকিট বুকিং করা যায়। তবে এবার ট্রেনের হাফ টিকিট বুকিংয়ের নিয়মে আনা হলো বদল।
ট্রেনের হাফ টিকিট বুকিং করার ক্ষেত্রে এতদিন যে নিয়ম কার্যকর ছিল তাতে অধিকাংশ অভিভাবকরাই সেই সুবিধা ওঠাতেই পারতেন না। যে সকল অভিভাবকরা অনলাইনে টিকিট বুকিং করতেন তারা তাদের সন্তানদের জন্য হাফ টিকিট কিনতে পারতেন না, ফলে বাধ্য হয়েই তাদের ফুল টিকিট কিনতে হত। কেননা এতদিন অনলাইনে হাফ টিকিট বুকিং করার কোন ব্যবস্থা ছিল না।
এবার রেলের তরফ থেকে এই জায়গাতেই পরিবর্তন আনা হয়েছে এবং জানানো হয়েছে, এখন থেকে যাত্রীরা তাদের সন্তানদের জন্য হাফ টিকিট অনলাইনে বুকিং করতে পারবেন। রেলের এই নিয়মে পরিবর্তন আনার ফলে এখন লক্ষ লক্ষ অভিভাবকরা উপকৃত হবেন। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, শিশুদের বয়স চার বছর পর্যন্ত কোন টিকিটের প্রয়োজন হয় না। ৫ বছরের পর থেকে ১২ বছর পর্যন্ত হাফ টিকিট বুকিং করতে হয়।