No Cost Electricity: আপনিও পেতে পারেন ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে! শুধু করতে হবে এই কাজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিদ্যুৎ (Electric) ছাড়া এখন এক মুহূর্ত চলে না ভারতের অধিকাংশ বাড়িতে। তবে সারা মাস ধরে বিদ্যুৎ ব্যবহার করার পর মাসের শেষে যখন বিল আসে তখন দেখা যায় মোটা অঙ্কের টাকা গুনতে হয়। অনেকের কাছেই এই ভাবে ইলেকট্রিক বিল (Electricity Bill) দেওয়ার কষ্টকর হয়ে দাঁড়ায়। যে সকল পরিবারদের কাছে ইলেকট্রিক বিল দেওয়া কষ্টকর হয় তাদের জন্য সরকারের তরফ থেকে নানান স্কিম দেওয়া হয়ে থাকে।

Advertisements

বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া কিছু গ্রাহকদের বিদ্যুতের বিলের উপর নির্দিষ্ট করে দেওয়া ইউনিট ছাড় দেওয়া হয়। ঠিক সেই রকমই কেন্দ্র সরকারের তরফ থেকে এবার এমন একটি ঘোষণা করা হলো যার মাধ্যমে দেশের এক কোটি পরিবার ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে ছাড় পাবেন। তবে কেন্দ্র সরকারের তরফ থেকে এদিন বাজেটে যে ঘোষণা করা হয়েছে তার জন্য করতে হবে একটি কাজ।

Advertisements

বৃহস্পতিবার কেন্দ্র সরকারের তরফ থেকে যে বাজেট পেশ করা হয় সেই বাজেটে এমন প্রতিমাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ ছাড় দেওয়ার ঘোষণা করা হয়। তবে এই সুবিধা পাবেন সেই সকল পরিবারগুলি যারা প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার সুবিধাভোগী। তবে এই ৩০০ ইউনিট বিদ্যুৎ ছাড় পরিবারগুলি কিন্তু সোজাসুজি ভাবে পাবে না। অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু ভর্তুকি দেওয়া হচ্ছে না বিদ্যুতের পিছনে।

Advertisements

আরও পড়ুন ? Pradhanmantri Suryodaya Yojana: বিদ্যুৎ বিলের চিন্তার দিন শেষ! এবার নতুন প্রকল্প লঞ্চ করল কেন্দ্র, মিলবে বড় স্বস্তি

আসলে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার মাধ্যমে দেশের ১ কোটি পরিবারের হাতে এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর সুযোগ দেওয়া হবে। সেই সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎ উৎপাদিত হবে তা ব্যবহার করতে পারবেন পরিবারের সদস্যরা এবং উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করা যাবে। উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করার ক্ষেত্রে কেন্দ্র সরকার তাদের সাহায্য করবে। উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে প্রতিবছর ১৫০০০ টাকা থেকে ১৮০০০ টাকা পর্যন্ত বাড়তি আয় হবে ওইসব পরিবারের। এই টাকা থেকেই প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুতের দাম উঠে আসবে।

প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার উদ্বোধন হয় গত ২২ জানুয়ারি। এই প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জানান, আরইসি এই প্রকল্প রূপায়ন করবে এবং বাড়ির ছাদে এই প্রকল্পের আওতায় সৌর প্যানেল লাগানোর জন্য সম্মিলিতভাবে ১.২ লক্ষ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এক্ষেত্রে https://solarrooftop.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর পর বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হলেই আপনি প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিলের ছাড়ের সুযোগ পাবেন।

Advertisements