Norton Economic Corridor Project was passed in the budget of 24: সামনেই আসছে লোকসভা নির্বাচন। নতুন সরকার গঠিত হওয়ার আগে দেশের অর্থনৈতিক অবস্থাকে সচল রাখতে নিয়ম অনুসারে ঘোষণা করা হলো অন্তর্বর্তী বাজেট। গতকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এই অন্তর্বর্তী বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এ দিন বাজেট পেশ করার সময় প্রথমেই জোর দিয়েছেন ভারত মধ্যপ্রাচ্য ও ইউরোপ অর্থনৈতিক করিডোরের উপর (Economic Corridor Project)। এ নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ একটি প্রকল্প। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট সম্পর্কিত তার বক্তব্য প্রকাশ করার সময় এই প্রকল্পকে গেম চেঞ্জার বলে উল্লেখ করেছেন।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল জি-২০ দেশগুলির শীর্ষ সম্মেলন। সম্মেলনে উপস্থিত থাকা দেশ গুলির মধ্যে যে বিষয় গুলি নিয়ে আলোচিত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো ভারত মধ্যপ্রাচ্য ও ইউরোপ অর্থনৈতিক করিডোর (Economic Corridor Project)। এই সম্মেলনে উপস্থিত থাকা একাধিক বৃহৎ রাষ্ট্র এই প্রকল্পের জন্য সম্মতি জানিয়েছিল। ঠিক করা হয়েছিল এই প্রকল্পের অধীনে ভারত, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ফ্রান্স, ইতালি, জার্মানি এবং আমেরিকার মধ্যে সংযোগ এবং পরিকাঠামোগত সহযোগিতার উদ্যোগ গ্রহণ করা হবে।
বৃহস্পতি বার বাজেট ঘোষণা করার সময় এই প্রকল্পের ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই করিডর গঠিত হওয়ার ফলে সংযুক্ত থাকা দেশ গুলির মধ্যে মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নত হবে। এই করিডর (Economic Corridor Project) দ্বারা রেলপথ এবং জলপথ যুক্ত থাকবে ভারত মধ্যপ্রাচ্য ও ইউরোপ অর্থনৈতিক করিডোরে। ভারত থেকে মধ্য প্রাচ্যের সঙ্গে জলপথে সংযোগ স্থাপন করা হবে। পরবর্তীতে মধ্য প্রাচ্যের দেশ গুলির মধ্যে রেল যোগাযোগ স্থাপন করা হবে। অন্যদিকে ইজরায়েল থেকে জলপথের মাধ্যমে সেই করিডর যুক্ত হবে ইউরোপের সঙ্গে।
আরও পড়ুন ? Railway Budget 2024: এবারের বাজেটে কি পেল রেল! না জানলেই নয় এই ৩ পয়েন্ট
এই প্রকল্পের মধ্যে গুজরাটের মুন্দ্রা, কান্ডালা এবং নবি বন্দর, মুম্বইয়ের জওহরলাল নেহরু বন্দর সহ সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরাহ, সৌদি আরবের দাম্মাম ও রাস আল খায়ের বন্দর, ইজরায়েলের হাইফা বন্দর, গ্রিসের পাইরাস, দক্ষিণ ইতালির মেসিনা এবং ফ্রান্সের মার্সেই বন্দরকে যুক্ত করা হবে। শুধু তাই নয়, জলপথের পাশাপাশি একটি রেল পথ সৌদি আরব এবং জর্ডন হয়ে আমিরশাহির ফুজাইরাহ এবং ইজরায়েলের হাইফা বন্দরকে সংযুক্ত করবে। এর ফলে রেল, সড়ক এবং সমুদ্র পথের মাধ্যমে ভারত, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সাথে সংঘোগকারী একটি পরিবহণ নেটওয়ার্ক গড়ে তোলা হবে।
চিনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বেজিংয়ের সাথে দক্ষিণ পূর্ব ও মধ্য এশিয়া, রাশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করেছে। অনেকেই মনে করছেন শি জিনপিং দেশের এই আধিপত্যকে রোধ করতে আমাদের দেশ ভারত মধ্যপ্রাচ্য ও ইউরোপ অর্থনৈতিক করিডোর প্রকল্প (Economic Corridor Project) চালু করতে চলেছে বলে মনে করা হচ্ছে।