Take a look at the net worth of cricketer Yashasvi Jaiswal: বর্তমান ভারতীয় দলে ফর্মে থাকা ব্যাটারদের মধ্যে অন্যতম হলেন যশস্বী জসওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রান তারই। নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু সেবার ২০০ রানের গণ্ডি ছুঁতে পারেননি। তবে এবারে আর সেই ভুল করেননি। পরপর দুই বলে ছয় এবং চার মেরে পার করলেন টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম দু’শ রানের মাইলফলক। রানের বন্যা বইয়ে দেওয়া যশস্বী জসওয়ালের (Yashasvi Jaiswal) মোট সম্পত্তির পরিমাণও আকাশছোঁয়া। এক সময় পেট চালাতে বাবার সাথে ফুচকা বিক্রি করলেও বর্তমানে তিনি অন্যতম ধনী ক্রিকেটার।
ভারতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পুজারা অফ ফর্মের কারণে বাদ পড়লে টেস্ট দলে জায়গা পান জসওয়াল (Yashasvi Jaiswal)। ইনিংসের শুরুতেই তার মারকাটারি ব্যাটিং পুরোনো দিনের বীরেন্দ্র সহাবাগকে মনে করিয়ে দেয়। তাছাড়াও ওপেনিং স্লটে ডানহাতি-বামহাতি কম্বিনেশন বজায় রাখতে সৌরভ গাঙ্গুলী, গৌতম গম্ভীর, শিখর ধাওয়ানের যোগ্য উত্তরসূরী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
তবে ভারতীয় দলে তার নিজের জায়গাটি পাকা করার এই রাস্তাটি যথেষ্ট সহজ ছিল না। হতদরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তিনি। অর্থের অভাবে রাতে বাবার সাথে ফুচকা বিক্রি করা থেকে শুরু করে, খালি পেটে মাঠ কর্মীদের সঙ্গে তাবুতে রাতে থেকে যাওয়া ইত্যাদি কত কি না করেছেন। তবে সেসব দিন এখন অতীত। ভারতীয় আন্ডার নাইনটিন দল বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশের কাছে হেরে গেলেও ওই টুর্নামেন্টে নিজের জাত ছিনিয়ে ছিলেন যশস্বী (Yashasvi Jaiswal )। তারপরেই ২০২০ সালে আইপিএলে ডাক পান তিনি। যার পর থেকেই তার জীবন ঘুরে যায় ১৮০°।
আরও পড়ুন ? Sourav Ganguly Net Worth: খেলার মাঠ থেকে বিনোদন মঞ্চ কাঁপানো সৌরভ দাদা কত টাকার মালিক!
যদিও এখনো তিনি ভারতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত ক্রিকেটার হয়ে ওঠেননি। এখনো তিনি ম্যাচ ফি বাবদই টাকা পেয়ে থাকেন বোর্ডের কাছ থেকে। তবে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে প্রতি মরসুমে ২ কোটি ৪০ লক্ষ টাকা করে পারিশ্রমিক পেয়েছেন গত দুই বছর। ২০২২ সালে তাকে দলে রেখে দেওয়ার জন্য তার বেতন বাড়িয়ে করা হয়েছে চার কোটি টাকা। এছাড়াও নানা বিজ্ঞাপনী প্রচারণা ও স্পন্সরশিপ থেকে প্রচুর অর্থ উপার্জন করে থাকেন তিনি। শোনা গিয়েছে বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ দুই মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি।
সূত্র মারফত জানা গিয়েছে তার মোট আয় ১০ কোটি ৭৩ লক্ষ টাকার কাছাকাছি। প্রতিবছর প্রায় ৫০ শতাংশ হারে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি হচ্ছে। ক্রিকেটীয় ক্যারিয়ারের সঙ্গে সঙ্গে তার সম্পত্তির সুচকও বৃদ্ধি পাচ্ছে। তার অর্জিত অর্থে তিনি একটি নতুন বাড়ি এবং বেশ কয়েকটি বিলাস বহুল গাড়ি ক্রয় করেছেন যাদের মধ্যে একটি মার্সিডিস বেঞ্জ আছে বলেও জানা গিয়েছে।