নিজস্ব প্রতিবেদন : গত বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির পর ধাপে ধাপে শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করে। শুক্রবার বেলা বাড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ পরিস্কার হওয়ার পাশাপাশি শনিবার একেবারে ঝলমলে রোদের দেখা পেয়েছিলেন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার বাসিন্দারা। ঝলমলে রোদের দেখা মেলার পাশাপাশি ছিল উত্তুরে শীতল হাওয়া। তবে এসবকেও আবার অতীত করে ফের বৃষ্টি নামতে চলেছে বলে জানাচ্ছে হাওয়া অফিস (Weather Update South Bengal)।
শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় রোদ ঝলমলে দিনের দেখা মেলার পাশাপাশি উত্তুরে হওয়ার কারণে তাপমাত্রার পারদ বেশ কিছুটা নামতে দেখা যায়। যেখানে মেঘ বৃষ্টির কারণে অধিকাংশ জেলার তাপমাত্রার সর্বনিম্ন পারদ ১৬-২০ ডিগ্রীর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেই সকল জেলাতেই শনিবার রাতে ২-৪ ডিগ্রি পর্যন্ত নামে তাপমাত্রা।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, শনিবারের মতো রবিবারও দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের সব জেলা রবিবারও শুষ্ক থাকবে। আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি তাপমাত্রার পারদ রবিবার রাতেও কিছুটা হলেও নামবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
অন্যদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও রবিবার অনেকটাই কমেছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আবহাওয়া সোমবার আবার বদলে যাবে। সোমবার মূলত হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গের চারটি জেলায় নতুন করে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টির পূর্বাভাসের ফলে ফের ওই সকল জেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার বৃষ্টি হতে পারে, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে বলেই পূর্বাভাস। মঙ্গলবার আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। ঐদিন বাকি জেলাগুলি শুষ্ক থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে বুধবার থেকে দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।