Men Bus Service is going to start in this state: বিভিন্ন গণ পরিবহন গুলির ক্ষেত্রে বিভিন্ন স্থানে মহিলাদের বিশেষ বিশেষ কিছু ছাড় দেওয়া হয়। ট্রেনে মহিলাদের জন্য আলাদা কামরা, বাসে মহিলাদের আলাদা সিট, কখনো বাস ভাড়ার ক্ষেত্রেও বিশেষ ছাড় ইত্যাদি সুযোগ সুবিধা পেয়ে থাকেন দেশের বিভিন্ন প্রান্তের মহিলারা। পশ্চিমবঙ্গে আবার রেল যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের বিশেষ সুবিধা প্রদানের জন্য বিভিন্ন রুটে লেডিস স্পেশাল ট্রেনও প্রচলিত আছে। কিন্তু পুরুষদেরও যে ভিড়ের মধ্যেই যাতায়াত করতে হয়। তাই এবার পুরুষদের জন্য বিশেষ বাসের (Men Bus Service) ব্যবস্থা করছে সরকার।
পুরুষদের জন্য বিশেষ এই বাস পরিষেবা চালু করেছে আসলে তেলঙ্গানা সরকার। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই শুরু হয়ে গেছে এই বাসের (Men Bus Service) চলাচল। অত্যাধিক ভিড় থেকে কিছুটা স্বস্তি দিতে পুরুষদের জন্য চালু করা হয়েছে এই পৃথক বাস পরিষেবা। এই পরিষেবা চালু হতে স্বাভাবিক ভাবেই খুশির হাসি ফুটেছে সেই রাজ্যের পুরুষদের মুখে।
জানা গেছে সরকারি অনুমোদনে এবং তেলঙ্গানা রোড ও ট্রান্সপোর্ট সার্ভিসেস অর্থাৎ TSRTC এর তরফ থেকে এই বাস পরিসেবা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এই পুরুষ এক্সক্লুসিভ বাস পরিষেবা মাত্র কয়েক দিনের মধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। প্রাথমিক ভাবে এই বাস ইব্রাহিমপতনম এলবি নগর রুটে পরিষেবা চালু করেছে। TSRTC মূলত যাত্রীদের অত্যাধিক ভিড় এড়াতেই এই বাস পরিষেবা শুরু করল বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন ? Kolkata Metro: কলকাতাবাসীদের জন্য সুখবর, অনুমতি মিলল নতুন এই রুটে মেট্রো চালানোর
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বাসের মধ্যেই কিছু যুবকদের তুমুল হাতাহাতির দৃশ্য। এই ভিডিওটি নজর কেড়েছে তেলেঙ্গানা সরকারেরও। যাত্রী নিরাপত্তা বজায় রাখতে তাই তেলঙ্গানা সরকার পুরুষদের জন্য পৃথক বাস পরিষেবা (Men Bus Service) শুরু করল। তবে প্রাথমিক ভাবে একটি পুরুষ বাস পরিষেবা চালু করেছে TSRTC। জানা গেছে নির্ধারিত রুটে প্রথম বাস যাবে সকাল সাড়ে ৮ টায় এবং ফিরবে বিকেল সাড়ে ৪ টের সময়।
তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের আমলে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করা হয়েছিল। বর্তমানে বাস গুলিতে মহিলাদের ভিড় অত্যাধিক হওয়ায় পুরুষদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। তাই এই রুটের অন্তর্গত ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা থেকে শুরু করে অফিস যাত্রী রাও দাবি করেছিলেন পৃথক বাস চালু করার জন্য। অবশেষে তাদের এই দাবি পূরণ হওয়ায় স্বাভাবিক ভাবে খুশি হয়েছেন তারা।