Post Office Savings Schemes: পোস্ট অফিসের ৮টি স্কিম, যেগুলিতে হবে আপনার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত

Prosun Kanti Das

Published on:

Advertisements

8 Best Post Office Savings Schemes that will secure your daughter’s future: প্রতিটি অভিভাবক চান তার সন্তানের ভবিষ্যত সুরক্ষার জন্য কিছু অর্থ বিনিয়োগ করে রাখতে। বিশেষ করে কন্যা সন্তানের পিতা মাতারা আগে থেকেই নিজের মেয়ের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চিত রাখতে শুরু করেন যাতে কন্যার উচ্চ শিক্ষা থেকে শুরু করে বিবাহ, সব কিছুর অর্থনৈতিক সুরক্ষা বজায় রাখা যায়। এক্ষেত্রে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হয় পোস্ট অফিস। পোস্ট অফিসের এমন বহু সেভিংস স্কিম (Post Office Savings Schemes) আছে যার মাধ্যমে অর্থ বিনিয়োগ করে নিজের কন্যার ভবিষ্যত সুরক্ষিত রাখা সম্ভব। দেখে নিন পোস্ট অফিসের বিশেষ সেই স্কিম গুলি কি কি।

Advertisements

১) সুকন্যা সমৃদ্ধি যোজনা- বর্তমানে কন্যাসন্তানের জন্য অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে এই স্কিম (Post Office Savings Schemes) অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। ন্যূনতম ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা বিনিয়োগ করা যায় এই স্কিমে। এতে ৭.৬ শতাংশ হারে সুদ পাওয়া যায়।তবে কন্যার বয়স ১৮ বছর না হলে এই টাকা তোলা যায় না।

Advertisements

২) পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্ট- পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে ভবিষ্যত সুরক্ষার জন্য অর্থ সঞ্চয় করা সম্ভব। এতে ৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়। ১০ বছরের কম বয়সী কন্যা সন্তানের জন্য এই সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়। এতে সর্বনিম্ন ৫০০ টাকা বিনিয়োগ করা সম্ভব। তবে এই অ্যাকাউন্টে সব সময় অন্তত ৫০ টাকা নূন্যতম অর্থ রাখা প্রয়োজন।

Advertisements

৩) পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিম- এই স্কিমে ৫ বছর এর জন্য বার্ষিক ৬.৬ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এতে ন্যূনতম ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ৪.৫ লাখ টাকা বিনিয়োগ করা যায়। বিনিয়োগকারীরা এই স্কিমের মাধ্যমে অর্থ বিনিয়োগ করার ১ বছর পরেই স্কিম থেকে টাকা তুলতে পারেন।

4) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট- এই স্কিমে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করতে হয়। এই স্কিমে বার্ষিক ৬.৮ শতাংশ হারে সুদ পাওয়া যায়। ন্যূনতম ১০০ টাকা এতে বিনিয়োগ করতেই হয়। এই স্কিমে বিনিয়োগকারীরা সর্বোচ্চ ১.৫ লাখ টাকার কর ছাড় এর সুবিধা উপভোগ করেন।

৫) পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট- কন্যা সন্তানের জন্য অর্থ বিনিয়োগ করতে এটিও একটি উপযোগী স্কিম (Post Office Savings Schemes)। এই স্কিমে ন্যূনতম ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে হয়। অর্থ বিনিয়োগকারী ব্যাক্তিরা এই স্কিমের সুদ গুলি আবার ৫ বছরের জন্য রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে পারেন। যদিও এই স্কিমের অন্তর্ভুক্ত বিভিন্ন সুযোগ সুবিধা লাভের জন্য অভিভাবকদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয়।

আরও পড়ুন ? Post Office Scheme: টাকা জমা রাখার নিয়মে বদল, পোস্ট অফিসের এই ৪ স্কিমে বড় পরিবর্তন

৬) রেকারিং ডিপোজিট- কন্যা সন্তানের জন্য অর্থ সঞ্চিত রাখতে এই স্কিমে প্রতি মাসে অল্প অল্প করে টাকা টাকা বিনিয়োগ করা যায়। এতে বিনিয়োগের সময় সীমা ৫ বছর। বার্ষিক ৫.৮% হারে সুদ মেলে এতে। এই স্কিমে ন্যূনতম ১০০ টাকা বিনিয়োগ করতেই হয় অর্থ বিনিয়োগকারী ব্যাক্তিকে।

৭) কিষান বিকাশ পত্র- পোস্ট অফিসের এই স্কিমে থেকে অধিক সুদের হারে অত্যন্ত লাভবান হাওয়া সম্ভব। এতে সর্বনিম্ন ১০০০ টাকা অন্তত ৩০ দিনের জন্য বিনিয়োগ করতে হয়। তবে এই স্কিমের সুদ কর যুক্ত।

৮) পাবলিক প্রভিডেন্ট ফান্ড- নিজের কন্যা সন্তানের জন্য অর্থ সঞ্চিত রাখতে PPF অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম (Post Office Savings Schemes)। এই স্কিমের অধীনে বিনিয়োগকারী ১৫ বছরের জন্য ফিক্সড বিনিয়োগ করে রাখতে পারেন। এক্ষেত্রে সুদ মেলে ৭.১ শতাংশ। এই স্কিমে নূন্যতম ৫০০ টাকা বিনিয়োগ করতে হয়।

Advertisements